পাকিস্তানের সাথে যুদ্ধে জড়িয়ে ক্ষতিগ্রস্থ ভারত এবার সবাইকে শত্রুজ্ঞান করতে শুরু করেছে। আর তাদের এ কাজে প্রতিনিয়ত উস্কানী দিয়ে চলেছে ভারতীয় ভুইফোঁড় মিডিয়াগুলো।
ভারতীয় কথিত সাংবাদিক ময়ূখ রঞ্জন রিপাবলিক বাংলা টেলিভিশনের এক অনুষ্ঠানে মিথ্যা তথ্য দিয়ে বলছে- পাকিস্তানী জঙ্গিদের আশ্রয় দিচ্ছে বাংলাদেশ। এমনটি হলে পাকিস্তানের মতো বাংলাদেশেরও কোমর ভেঙ্গে দেয়া হবে।
প্রচারিত খবরে ভারতীয় মিডিয়াটি আরো বলছে- সেভেন সিস্টারর্স কে আলাদা করার সুপ্ত বাসনা রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মনে। হুমকির সূরে ময়ূখ রঞ্জনের ঘোষণা- বাংলাদেশ বা চীন ভারতে কোন রকম প্রতিকূলতা তৈরীর চেষ্টা করলে প্রস্তুত রয়েছে ভারতীয় সেনারা। ইতিমধ্যেই তারা তিস্তা প্রহার নামে সেনা মহড়া শুরু করেছে।
বাংলাদেশকে ঘিরে প্রতিনিয়ত মিথ্যাচার করা ভারতীয় এই বিতর্কিত সাংবাদিকের এসব মন্তব্য একেবারেই পাগলের প্রলাপ বলে মনে করে বাংলাদেশের মানুষ। ধর্মীয় সহিংষতা ছাড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে ইতিমধ্যেই কলকাতায় বিক্ষোভ করেছে ভারতীরা। প্রতিহিংসা পরায়ন এই ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনী ব্যবস্থা নেয়া উচিৎ বলে মনে করেন সংশ্লিষ্টরা।
জেড নিউজ, ঢাকা।