জেড নিউজ, ঢাকা।
শেখ হাসিনার ষড়যন্ত্র নিয়ে সুস্পষ্ট প্রমান থাকার পরেও ভারতের গণমাধ্যমগুলো পরিকল্পিতভাবে আওয়ামী লীগের পক্ষে বানোয়াট তথ্য দিয়ে প্রতিবেদন প্রচার করছে। এর জেরেই টানাপোড়েনে দু’দেশের সম্পর্ক।ফ্যাসিস্ট হাসিনার পতনের পরেই ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রভাবিত হতে থাকে। দুই দেশের সম্পর্ক এখন কী অবস্থায় রয়েছে সেই নিয়ে সম্প্রতি একটি সংবাদমাধ্যমে কথা বলেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে ইউনূস বলেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের কোনও অবনতি হয়নি। দুই দেশের সম্পর্ক এখনও ভাল আছে, ভবিষ্যতেও ভাল থাকবে। তিনি বলেন, সম্পর্কের ঘনিষ্ঠতা, পরস্পরের ওপর নির্ভরশীলতা অনেক বেশি এবং ঐতিহাসিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে এত ক্লোজ সম্পর্ক, সেটা থেকে বিচ্যুত হওয়া যাবেনা”।
তবে দু’দেশের সম্পর্কে যেটুকু টানাপড়েন রয়েছে, তিনি তার দায় চাপিয়েছেন গনমাধ্যমের অপপ্রচারের উপর।
কিন্তু এসব কিছুর পরও থেমে নেই ভারতীয় মিডিয়াগুলোর অপপ্রচার। মাঝখানে কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে, দিল্লির সঙ্গে এখন সম্পর্ক কেমন? ভারত নিয়ে বিরাট মন্তব্য ‘নিরুপায়’ইউনূসের- এমন বিভ্রান্তিকর শিরোনামে সংবাদ প্রচার করছে তারা।