১৬/০১/২০২৬, ৭:৫৭ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    আইএমএফের কঠিন শর্তে ঋণ নেবে না বাংলাদেশ

    জেড নিউজ, ঢাকা:
    ঋণ দেয়ার ক্ষেত্রে আইএমএফের যদি কঠোর কোনো শর্ত আরোপ করে, তবে সরকার তা পুনর্বিবেচনা করবে। কারণ বাংলাদেশের অর্থনীতি আগের চেয়ে অনেক স্থিতিশীল, জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ।

    আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বার্ষিক সভার দ্বিতীয় দিনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি জানান, বাজেট সহায়তা নেয়া হবে কি না—তা এখনো চূড়ান্ত নয়। তবে আইএমএফের শর্তসমূহ যদি দেশের জন্য অনুকূল না হয়, তাহলে সরকার বিকল্প উৎস থেকে সহায়তা নেয়ার দিকেই নজর দেবে।

    অর্থ উপদেষ্টা বলেন, সেক্ষেত্রে এডিবি, এআইআইবির মতো সংস্থাগুলোর সহযোগিতা নেয়ার সুযোগ আছে। একাধিক আন্তর্জাতিক সংস্থার সঙ্গে বাংলাদেশের আলোচনা ফলপ্রসূ হয়েছে।তিনি আরও যোগ করেন, বাংলাদেশ এই মুহূর্তে আইএমএফের চলমান প্রোগ্রামে রয়েছে। তবে নতুন প্রোগ্রামে থাকবে কি না, সেটি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

    ২০২৪ এর গণ আন্দোলনের পর ক্ষমতায় এসে আইএমএফ এর সাথে ৮০ কোটি ডলারের ঋণ চুক্তি করে অন্তর্বর্তী সরকার। এর জেরে বাড়তে থাকে সংস্কার প্রশ্নে আইএমএফের নানা শর্ত। ফলে বিকল্প পথে হাটার পরিকল্পনা করছে বাংলাদেশ।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়