অভিনয়ের পাশাপাশি নিয়মিত লেখালেখি ও নির্মাণে যুক্ত থেকেও এখন আর আগের মতো টানা কাজ করছেন না অভিনেতা আবুল হায়াত। দীর্ঘদিন অভিনয়ে সক্রিয় থাকলেও এখন তিনি বেছে বেছে কাজ করছেন। গল্প, চরিত্র এবং পরিচালকের সঙ্গে সঠিক সমন্বয়- সবকিছু ঠিকঠাক হলে তবেই তিনি অভিনয়ের সিদ্ধান্ত নেন।
সম্প্রতি নির্মাতা সেলিম রেজার নির্দেশনায় নতুন একটি নাটকের শুটিং শেষ করেছেন এই গুণী অভিনেতা। এতে তিনি অভিনয় করেছেন কেয়া পায়েলের দাদুর চরিত্রে। এরই মধ্যে আবার প্রস্তুতি নিচ্ছেন চয়নিকা চৌধুরীর পরিচালনায় আরেকটি নাটকের শুটিংয়ের জন্য, যা আগামী দুই দিন চলবে। পাশাপাশি ১০ ডিসেম্বর অংশ নেবেন আরাফাত মোহসীন নিধির ওয়েব সিরিজ ‘আৎকা’র প্রচারণামূলক ভিডিও ধারণে।
অভিনয়ের পাশাপাশি নির্মাণেও ব্যস্ত সময় পার করছেন আবুল হায়াত। আসছে ঈদকে সামনে রেখে তিনি পরিচালনা করছেন নতুন নাটক ‘সখিনা’। রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্যও নিজেই লিখছেন তিনি। জানালেন, চিত্রনাট্যের কাজ প্রায় শেষ, এখন চলছে নাটকের কেন্দ্রীয় চরিত্র সখিনা ও তার সহশিল্পী নির্বাচন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন আমার সব ভাবনা সখিনাকে ঘিরে। এমন একজন অভিনেত্রী চাই, যিনি সখিনা চরিত্রটিকে সত্যিকারভাবে ফুটিয়ে তুলতে পারবেন। চলতি মাসেই শিল্পী চূড়ান্ত করে শুটিংয়ে নামতে চাই। আশা করছি এই মাসের শেষ দিকে বা আগামী মাসের শুরুতেই কাজটি শেষ করতে পারব। রোজার ঈদে নাটকটি প্রচারের পরিকল্পনা রয়েছে।’
নিজের বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে আবুল হায়াত আরও বলেন, ‘কয়েকটি নাটক ও ওয়েব সিরিজে কাজ করেছি। তবে আগের মতো একটানা কাজ করি না। যেগুলো ভালো লাগে, শুধু সেগুলোই করি। বাকি সময়টা বাসায় থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করি, পরিবারও চায় আমি বিশ্রাম নিই। কিন্তু অভিনয় ছেড়ে থাকতে পারি না, অভিনয় না করলে নিজেরই অস্থির লাগে। দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ রাখেন।’



