১৬/০১/২০২৬, ১৩:৩৪ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    দুর্বল পুয়ের্তো রিকোর সঙ্গে ছেলাখেলা করল আর্জেন্টিরা

    জেড নিউজ স্পোর্টস:
    বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা অনেকটা অনুশীলনের ম্যাচ খেলল পুয়ের্তো রিকোর বিপক্ষে। শক্তির ব্যবধান এতটাই স্পষ্ট ছিল যে, ম্যাচের শুরু থেকেই একতরফা খেলা দেখাল লিওনেল স্কালোনির দল। শেষ পর্যন্ত ৬-০ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা।

    মায়ামির চেজ স্টেডিয়ামে বুধবার রাতে অনুষ্ঠিত এই ম্যাচে গোল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (দুটি), লাউতারো মার্টিনেজ (দুটি) ও গঞ্জালো মন্টিয়েল। আরেকটি গোল আসে পুয়ের্তো রিকো ডিফেন্ডার স্টিভেন এচেভেরিয়ার আত্মঘাতি শটে।

    দলীয় পারফরম্যান্সের পাশাপাশি লিওনেল মেসিও ছিলেন ছন্দে। গোল না পেলেও দু’টি অ্যাসিস্ট করেন তিনি। পুরো ম্যাচে আর্জেন্টিনার দখল ছিল বল ও খেলার গতি—৬৯ শতাংশ সময় বল ছিল তাদের নিয়ন্ত্রণে, ২৫টি শটের ১১টি লক্ষ্যভেদী। বিপরীতে পুয়ের্তো রিকো নেয় মাত্র ৫ শট, যার মধ্যে ৩টি ছিল টার্গেটে।

    ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনা। মেসির শট ফিরলে সেটি হেডে জালে জড়ান ম্যাক অ্যালিস্টার। এরপর ২৩ মিনিটে মেসির পাস থেকে দুর্দান্ত ভলিতে গোল করেন মন্টিয়েল। ৩৬ মিনিটে আবারও ম্যাক অ্যালিস্টারের পায়ের জোরে ব্যবধান বাড়ায় আলবিসেলেস্তেরা।

    বিরতির আগে ৩-০ তে এগিয়ে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় লাউতারো মার্টিনেজ আরও দুটি গোল করেন ৭৯ ও ৮৪ মিনিটে। মাঝখানে একটি আত্মঘাতি গোল উপহার দেয় প্রতিপক্ষ।মোট ছয় গোলের এই জয়ে আবারও প্রমাণ হলো—বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখনো দুরন্ত ফর্মে আছে, আর দুর্বল দলগুলোর বিপক্ষে তাদের কাছে টিকে থাকা সত্যিই কঠিন।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়