জেড নিউজ স্পোর্টস:
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ২০০ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ স্টেডিয়ামে ২৯৪ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৯৩ রানেই শেষ হয়েছে টাইগারদের ইনিংস। সেই সঙ্গে জুটেছে ধবলধোলাইয়ের লজ্জা।মাথা নিচু করে ড্রেসিংরুমের পথে একের পর এক ক্রিকেটার। যেন সিরিজ বাঁচানোর লড়াই নয়, বাড়ি ফেরার তাড়া।
২৯৩ রানের লক্ষ্যে খেলতে নেমে খামখেয়ালি শট আর একের পর এক বাজে সিদ্ধান্ত নিয়ে নিজেদের ওয়ানডে ইতিহাসের অন্যতম লজ্জাজনক এক দিনেরই জন্ম দিয়েছে বাংলাদেশের ব্যাটাররা। নিজেদের ওয়ানডে ইতিহাসে আফগানিস্তানের বিপক্ষে এটিই সর্বনিম্ন স্কোর। এশিয়ান প্রতিপক্ষ বিচারে এটি ৭ম সর্বনিম্ন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) আবুধাবিতে টস জিতে আগে ব্যাট করে আফগানিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে তোলে ২৯৩ রান। জবাবে বাংলাদেশ মাত্র ২৭.১ ওভারে গুটিয়ে যায় ৯৩ রানে। এতে ২০০ রানের বিশাল ব্যবধানে হারে বাংলাদেশ এবং ৩-০ ব্যবধানে সিরিজে হোয়াইটওয়াশ হয়।
ব্যাট হাতে আবারও ধস নামে বাংলাদেশের ইনিংসে। একমাত্র ওপেনার সাইফ হাসান কিছুটা প্রতিরোধ গড়তে পারেন, ৫৪ বলে ৪৩ রান করেন তিনি। বাকিদের মধ্যে কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। শান্ত করেন ৩, হৃদয় ৭, মিরাজ ৬, শামীম ০, সোহান ৪, নাঈম ৭ রান।
শেষ দিকে টেলএন্ডারদের কিছু প্রতিরোধে দল ৯০ পার করে, তবে সেটি কেবল লজ্জা এড়ানোর লড়াই। আফগানিস্তানের হয়ে বিলাল সামি ৩৩ রানে ৫ উইকেট এবং রশিদ খান ১২ রানে ৩ উইকেট নেন।
এর আগে ব্যাট করতে নেমে আফগানিস্তানের ওপেনার ইব্রাহিম জাদরান ১১১ বলে ৯৫ রান করেন, আর মোহাম্মদ নবি খেলেন ৩৭ বলে অপরাজিত ৬২ রানের ঝড়ো ইনিংস। বাংলাদেশের হয়ে সাইফ হাসান ৬ রানে ৩ উইকেট এবং হাসান মাহমুদ ও তানভীর ইসলাম নেন ২টি করে উইকেট।
ওয়ানডে ইতিহাসে বাংলাদেশের বিপক্ষে এটি আফগানিস্তানের সবচেয়ে বড় ব্যবধানে জয় (২০০ রান)। নিজেদের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ জয়, জিম্বাবুয়ের বিপক্ষে ২৩২ রানের জয়ই তাদের সর্বোচ্চ রেকর্ড।সবশেষ তিনটি ওয়ানডে সিরিজেই বাংলাদেশকে হারাল আফগানিস্তান। আগের দুই সিরিজে এক ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়াতে পারলেও, এবার সেই সুযোগও পেল না লাল-সবুজরা।



