শেখ হাসিনার আমলে নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের ব্যবসা পুনর্গঠনের জন্য মাত্র ২ শতাংশ ডাউনপেমেন্টে ১০ বছরের জন্য ঋণ পুনঃতফসিলের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সার্কুলার অনুযায়ী, এ সুবিধা পাওয়া গ্রাহক সর্বোচ্চ দুই বছর পর্যন্ত গ্রেস পিরিয়ড পাবেন। তবে ডাউনপেমেন্ট নগদে পরিশোধ করতে হবে; আগের কিস্তি পরিশোধ ডাউনপেমেন্ট হিসেবে ধরা যাবে না।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করে। এ সুবিধা পেতে হলে আগামী ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে আবেদন করতে হবে। তবে জাল-জালিয়াতি বা প্রতারণার মাধ্যমে সৃষ্ট ঋণের ক্ষেত্রে এ সুযোগ প্রযোজ্য হবে না।
নতুন সার্কুলারে বলা হয়েছে, যেসব গ্রাহক তিন বা ততোধিকবার ঋণ পুনঃতফসিল করেছেন, তাদের কাছ থেকে অতিরিক্ত ১ শতাংশ ডাউনপেমেন্ট নিতে হবে। ঋণ আদায় ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে মাসিক বা ত্রৈমাসিক কিস্তিতে করতে হবে।
এর আগে, চলতি বছরের ৩১ জানুয়ারি ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর ঋণ পুনর্গঠনে নীতি সহায়তা কমিটি গঠন করে বাংলাদেশ ব্যাংক। ওই কমিটির আওতায় চার শতাধিক প্রতিষ্ঠান পুনঃতফসিল সুবিধা পায়। সার্কুলারে আরও বলা হয়, বিশেষ পুনঃতফসিল সুবিধাপ্রাপ্ত ঋণসমূহকে শ্রেণিকৃত করতে হবে এবং তার বিপরীতে যথাযথ প্রভিশন সংরক্ষণ করতে হবে।
জেড নিউজ, ঢাকা।



