ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর কার্যক্রম নিষিদ্ধ হলেও থেমে নেই আওয়ামী লীগ। দেশকে অস্থিতিশীল করতে গোপনে ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে। রাজধানীর ধানমন্ডির শহীদ বুদ্ধিজীবী সড়কে অবস্থিত হাজী সেলিমের মালিকানাধীন মদিনা স্কয়ারে চলছে গোপন বৈঠক। বাইরে করপোরেট অফিস মনে হলেও, ভেতরে চলছে আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী পরিকল্পনা এবং কার্যক্রম ।
জানা যায়, ভারতে পালিয়ে থাকা এরফান সেলিমের নেতৃত্বে অফিসের কর্মকর্তারা ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে দিকনির্দেশনা দিচ্ছেন। মিটিংয়ে তারা দেশে বিভিন্ন ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের নীলনকশা তৈরি করছেন। ওই বৈঠকে উপস্থিত থাকেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ইকবাল, হাজী সেলিমের পিএস সাহেল হাওলাদারসহ মোট নয়জন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পদধারী। এদের সকলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
সূত্র বলছে, সম্প্রতি রাজধানীর ধানমন্ডি, কলাবাগান, মোহাম্মদপুর, ফার্মগেট ও শ্যামলীসহ গুরুত্বপূর্ণ এলাকায় ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা মদিনা স্কয়ারের অফিস থেকে পরিকল্পিত। শুধু তাই নয়, এরফানের নির্দেশে হুন্ডির মাধ্যমে এ পর্যন্ত প্রায় ১০০ কোটি টাকা অর্থায়ন করা হয়েছে ঝটিকা মিছিল ও দেশবিরোধী কার্যক্রমে।
এছাড়া হাসিনাকে দেশে ফেরানোর পরিকল্পনায় প্রতি সপ্তাহে দু-একটি মিটিং করা হয় ওই অফিসে। মিটিং শুরুর আগে অফিসের সব সিসি ক্যামেরা বন্ধ করা হয়। শুধু তাই নয়, অফিসের ভেতরে গড়ে তোলা হয়েছে টর্চারসেল, যেখানে সন্দেহভাজনদের ধরে এনে মারধরসহ নির্মমভাবে নির্যাতন করা হয় ।
২০২০ সালের নৌবাহিনীর কর্মকর্তার ওপর হামলার ঘটনায় বিতর্কিত হওয়া এরফান সেলিম অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যান। এরপর ভারতে বসে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হন হাজী সেলিমপুত্র এরফান।
জেড নিউজ , ঢাকা ।



