সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার পুণ্যলগ্ন শুভ মহালয়া আজ । এর মধ্য দিয়ে দেবীপক্ষ শুরু হলো। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ দেশের বিভিন্ন পূজামণ্ডপে আয়োজন করা হয় মহালয়ার বিশেষ অনুষ্ঠান। সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত ঢাকেশ্বরীতে মহালয়া উদযাপনের পর হয় তিল-তর্পণ ও ঘট স্থাপনসহ বিশেষ পূজা।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহালয়ার দিন ঘট বসানোর মাধ্যমে দেবী কৈলাস থেকে মর্ত্যে আগমন শুরু করেন। এবারের দুর্গাপূজায় দেবী গজে বা হাতিতে চড়ে আসবেন যা শুভ লক্ষণ ধরা হয়। তবে বিদায় হবে দোলায় বা পালকিতে, যা অশুভ প্রতীক হিসেবে বিবেচিত।
আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে দুর্গোৎসব। ২৯ সেপ্টেম্বর মহাসপ্তমী, ৩০ সেপ্টেম্বর মহাঅষ্টমী, ১ অক্টোবর মহানবমী এবং ২ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।
গত বছরের তুলনায় এ বছর দুর্গাপূজা মণ্ডপের সংখ্যা বেড়েছে । বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর সারাদেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজার প্রস্তুতি চলছে। শুধু ঢাকা মহানগরেই ২৫৮টি মণ্ডপে পূজা হবে। গত বছর এ সংখ্যা ছিল যথাক্রমে ৩১ হাজার ৪৬১ এবং ২৫২।
এ বছর দুর্গাপূজার জন্য অন্তর্বর্তী সরকার এক কোটি টাকা বাড়িয়ে পাঁচ কোটি টাকা অনুদান দিয়েছে। গত বছর দুর্গাপূজার জন্য যে অনুদান ছিল চার কোটি টাকা । অন্যদিকে ১৫ বছরের আগে সরকারি অনুদান ছিল দুই কোটি টাকা।
হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট জানিয়েছে, প্রতি মণ্ডপে ৫ হাজার থেকে ১৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে ।
জেড নিউজ, ঢাকা ।



