পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালীর বাউফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেছে বাউফল উপজেলা বিএনপি। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১টায় বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি প্রায়ত সৈয়দ আহমেদ মিয়ার পৌর শহরের বাসভবনের সামনে দুই শতাধিক পথচারীর হাতে খাবার তুলে দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেনিন।
খাবার বিতরণ শেষে তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে সামুয়েল আহমেদ লেনিন বলেন,“১৫ বছরের জঞ্জাল ও ধ্বংসস্তূপ সরিয়ে একটি মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনে এখনই প্রয়োজন একজন তারেক রহমান। একজন সুস্থ তারেক রহমান মানেই সুস্থ, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ।”
তিনি আরও বলেন, “স্বৈরশাসক রাষ্ট্রের সব ব্যবস্থাকে ভেঙেচুরে অকার্যকর করে দিয়েছে। কেবল তারেক রহমানের নেতৃত্বই পারে লাল-সবুজের বাংলাদেশকে নতুন করে রাঙিয়ে তুলতে।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ইঞ্জিনিয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ এর (এ্যাব) সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বিপন, বাউফল উপজেলা যুবদল নেতা শাহআলম, জুলাই যোদ্ধা আলীআজগর সুজন, বাউফল সরকারী কলেজ ছাত্রদলের সভাপিত আবুজাফর সিকদার, সাবেক সদস্য সচিব রিয়াজুল ইসলাম রিয়াজ ও সাধারণ সম্পাদক ইশতিয়াক রসুল শোয়েব।



