জেডনিউজ ডেস্ক:
অফিসে মনোরম পরিবেশ গড়ে তুলতে এবং কাজে মন বসাতে সহকর্মীদের ইতিবাচক মনোভাব সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু বাস্তবে সবাই এমন নাও হতে পারেন। কিছু সহকর্মী থাকেন, যাদের আচরণ বা কথাবার্তা অন্যদের অস্বস্তিতে ফেলতে পারে—ইংরেজিতে যাদের বলা হয় টক্সিক কলিগ। এরা অফিসের পরিবেশকে নষ্ট করে দিতে পারেন। এমন সহকর্মীর সঙ্গে মানিয়ে নিয়ে কাজ করতে হলে কিছু কৌশল অবলম্বন করতে হয়। জেনে নেয়া যাক কিভাবে সামলাতে হবে টক্সিক কলিগ —
১. সীমা নির্ধারণ করুন
টক্সিক সহকর্মীর সঙ্গে দূরত্ব বজায় রাখা সবচেয়ে কার্যকর উপায়। প্রয়োজনে বিনয়ের সঙ্গে কিন্তু দৃঢ়ভাবে ‘না’ বলতে শিখুন। তাদের আপনার ব্যক্তিগত জীবনে প্রবেশ করতে দেবেন না এবং নিজের ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন। সবসময় পেশাদারিত্ব বজায় রাখুন।
২. সহায়তা নিন
বিশ্বস্ত বন্ধু, পরামর্শদাতা বা সহানুভূতিশীল সহকর্মীর সঙ্গে কথা বলুন। মানসিক সমর্থন চাপ কমায় এবং একাকীত্ব দূর করে। ইতিবাচক মানুষদের কাছাকাছি থাকলে টক্সিক পরিবেশের প্রভাব অনেকটাই কমে যায়।
৩. প্রয়োজনে এইচআর বা ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করুন
যদি পরিস্থিতি সীমা ছাড়িয়ে যায় বা তাদের আচরণ নীতিবিরুদ্ধ হয়, তবে দেরি না করে কর্তৃপক্ষকে জানান। প্রমাণসহ রিপোর্ট করলে দ্রুত ব্যবস্থা নেয়া সহজ হয়। সময়মতো হস্তক্ষেপ ভবিষ্যতের বড় সমস্যাও প্রতিরোধ করতে পারে।
৪.তাদের নাটকে জড়াবেন না
এ ধরনের মানুষ সাধারণত অন্যের প্রতিক্রিয়ার ওপর নির্ভর করে। আপনি যত বেশি তাদের প্রতি মনোযোগ দেবেন, তারা ততই প্রভাব বিস্তার করবে। তাই শান্ত থাকুন, পরচর্চা বা তর্কে জড়াবেন না। আপনার সংযমই তাদের নিয়ন্ত্রণের সুযোগ কমিয়ে দেবে।
একটি অফিসে এক সঙ্গে অনেক মানুষ কাজ করে থাকেন। সেখানে সবাই মনের মতো হবে তা নয়। তাই টক্সিক কলিগদের কিছুটা কৌশলে এড়িয়ে চলাই ভালো।
অফিসের টক্সিক কলিগদের যেভাবে সামলাবেন



