Thursday, September 18, 2025
More
    Homeখেলাআলহামদুলিল্লাহ, পাকিস্তানের সম্মান রক্ষা পেয়েছে: পিসিবি প্রধান

    আলহামদুলিল্লাহ, পাকিস্তানের সম্মান রক্ষা পেয়েছে: পিসিবি প্রধান

    ভারত-পাকিস্তান ম্যাচে হ্যান্ডশেক বিতর্ক ঘিরে অবশেষে দুঃখপ্রকাশ করেছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। এর মধ্য দিয়ে পাকিস্তানের সম্মান অক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান সাইয়েদ মহসিন রেজা নাকভি।

    বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে সাবেক চেয়ারম্যান রমিজ রাজা ও নাজম সেতুকে পাশে বসিয়ে নাকভি জানান, পাইক্রফট সরাসরি পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা, কোচ মাইক হেসন ও টিম ম্যানেজার নাভেদ আকরাম চীমার কাছে ক্ষমা চান। তিনি স্বীকার করেছেন, বিষয়টি তিনি সঠিকভাবে সামলাতে পারেননি এবং পাকিস্তানের উদ্বেগ যথাযথই ছিল।

    নাকভি বলেন, ‘ম্যাচ রেফারি অধিনায়ক ও ম্যানেজারের কাছে দুঃখপ্রকাশ করেছেন। আমরা আইসিসিকে লিখিতভাবে জানিয়েছি যে, ১৪ সেপ্টেম্বরের ম্যাচে যে অনিয়ম হয়েছে, সেটি তদন্ত করা হোক। আলহামদুলিল্লাহ, পাকিস্তানের সম্মান রক্ষা পেয়েছে। এখন আমাদের দলকে পুরোপুরি পারফরম্যান্সে মনোযোগ দিতে হবে। ’

    সাবেক চেয়ারম্যান ও ধারাভাষ্যকার রমিজ রাজা এই সমাধানকে পাকিস্তানের জন্য বড় জয় হিসেবে অভিহিত করে বলেন, ‘এটা পাকিস্তানের জয়। আবেগে যা ক্ষতি হয়েছে, এখন সেটা সরিয়ে রেখে মাঠের পারফরম্যান্সে মনোযোগ দিতে হবে। ক্রিকেট যেন ক্রিকেটই থাকে, রাজনৈতিক প্ল্যাটফর্মে রূপ না নেয়। দলকে মাঠে নিজেদের সেরাটা দিতে হবে। ’

    তবে তিনি ম্যাচ রেফারির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে ভোলেননি। রমিজের অভিযোগ, ‘অ্যান্ডি পাইক্রফট ভারতের পক্ষেই পক্ষপাত দেখিয়েছেন। ’ অন্যদিকে নাজম সেতু মনে করিয়ে দেন, ‘খেলাধুলায় রাজনীতি থাকা উচিত নয়; পিসিবি সবসময় এই নীতিতে অটল। ’

    বিতর্কটি শুরু হয় ভারত-পাকিস্তান ম্যাচে টসের সময়। অভিযোগ ওঠে, পাইক্রফট দুই অধিনায়ককে হাত না মেলাতে নিষেধ করেছিলেন এবং পরে ম্যাচ শেষে প্রচলিত হ্যান্ডশেকেও নিরুৎসাহিত করেন। পিসিবি এটিকে স্পিরিট অব ক্রিকেট ও আচরণবিধি লঙ্ঘন হিসেবে প্রতিবাদ জানায়।

    পিসিবি জানিয়েছে, আইসিসি এখন আনুষ্ঠানিকভাবে বিষয়টি তদন্ত করতে রাজি হয়েছে। যদিও ভারতীয় সংবাদমাধ্যমে আগে গুঞ্জন উঠেছিল, পাইক্রফট নাকি দুবাইয়ে আইসিসি সদর দপ্তরে ফিরে গেছেন। তবে কর্মকর্তারা নিশ্চিত করেছেন, তিনি দায়িত্বে থেকেই পাকিস্তান-ইউএই ম্যাচও পরিচালনা করেছেন।

    সর্বশেষ

    সংসদ নির্বাচনের ৭০ শতাংশ উপকরণ কেনা শেষ

    এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি পুরোদমে এগুচ্ছে উল্লেখ করে...

    বাউফল সরকারি কলেজে যানবাহন রাখার গ্যারেজের দাবিতে শিক্ষার্থীদের লি‌খ...

    প্রতি‌নি‌ধি: পটুয়াখালীর বাউফলে সরকারি কলেজে দীর্ঘদিন ধরে সাইকেল ও মোটরসাইকেল...

    সংসদ নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১৮ নভেম্বর...

    চট্টগ্রামে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া নিয়ে অপপ্রচার

    বাংলাদেশের চট্টগ্রামের শাহ আমানত বিমান বন্দরে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর...

    আরও সংবাদ

    সংসদ নির্বাচনের ৭০ শতাংশ উপকরণ কেনা শেষ

    এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি পুরোদমে এগুচ্ছে উল্লেখ করে...

    বাউফল সরকারি কলেজে যানবাহন রাখার গ্যারেজের দাবিতে শিক্ষার্থীদের লি‌খ...

    প্রতি‌নি‌ধি: পটুয়াখালীর বাউফলে সরকারি কলেজে দীর্ঘদিন ধরে সাইকেল ও মোটরসাইকেল...

    সংসদ নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১৮ নভেম্বর...