১৭/০১/২০২৬, ৫:০৮ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    আমিও বিচার চাই শাবনূর, আমাকে কেন দোষারোপ করা হচ্ছে?

    জেড নিউজ ঢাকা।

    ২৯ বছর পর সালমান শাহর মৃত্যুকে ‘হত্যা’ হিসেবে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এই প্রেক্ষাপটে সিডনিতে প্রথম আলোর সঙ্গে দীর্ঘ আলাপচারিতায় মুখ খুললেন তাঁর সর্বাধিক ছবির নায়িকা শাবনূর। বললেন, ‘আমাকে কেন দোষারোপ করা হচ্ছে? আমিও বিচার চাই।’

    ঢাকাই চলচ্চিত্রের আকাশে যেন ধূমকেতুর মতো এসেছিলেন সালমান শাহ। মাত্র চার বছরের অভিনয়জীবনে বদলে দিয়েছিলেন বাণিজ্যিক সিনেমার চেহারা, দর্শকের রুচি ও তরুণ প্রজন্মের নায়ক ধারণা। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তাঁর আকস্মিক মৃত্যু যেন পুরো জাতিকেই হতভম্ব করে দিয়েছিল। সেদিন ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়।

    সেই মৃত্যুর পর কেটে গেছে দীর্ঘ ২৯ বছর—তবু রহস্যের পর্দা আজও পুরোপুরি ওঠেনি। ২০২৫ সালের ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত সালমান শাহর মৃত্যুকে হত্যা হিসেবে গণ্য করে রমনা থানাকে মামলা রুজু ও তদন্তের নির্দেশ দেন। সালমানের মা নীলা চৌধুরীর নারাজি আবেদনের ভিত্তিতেই এই নির্দেশ আসে।

    পরদিন ২১ অক্টোবর মধ্যরাতে সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর বাদী হয়ে রমনা থানায় হত্যা মামলা করেন। মামলার এজাহারে সালমান শাহর স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুছি, খলনায়ক ডনসহ ১১ জনের নাম আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়