১৬/০১/২০২৬, ১৪:৪২ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    পটুয়াখালী জেলা প্রশাসকের মতবিনিময় সভা

    পটুয়াখালী প্রতিনিধি :
    জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগ সরকারের প্রতিনিধি হয়ে জনগণের কল্যাণে কাজ করছে বলে জানিয়েছেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। বলেছেন, মাদক, খাসজমি বন্দোবস্তো ও সামাজিক ব্যাধির বিষয়ে আইনানুগভাবে মোকাবেলা করা হবে।

    বৃহস্পতিবার দুপুর ১টায় বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জুলাই যোদ্ধা কাওসার হোসেন, জামায়াতে ইসলামী নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আপেল মাহমুদ ফিরোজ ও বাউফল প্রেসক্লাব সভাপতি জলিলুর রহমান।

    আয়োজিত সভায়, মুক্তিযোদ্ধা, বাউফলের সকল রাজনৈতিক সামাজিক ও উপজেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

    সভা শেষে জেলা প্রশাসক জুলাই আন্দোলনে আহত নিহত ৪৩ পরিবারকে উপহার সামগ্রী প্রদান করেন। এছাড়া ২৬বান ঢেউটিন বিতরণ ও উপজেলা অফিসার্স ক্লাবের উদ্বোধন করেন।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়