১৬/০১/২০২৬, ১৩:১৬ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    মোদিকে হটাতে জেন-জিদের রাস্তায় নামার আহ্বান রাহুল গান্ধীর

    ভারতে নরেন্দ্র মোদি সরকারকে হটাতে তরুণ ভোটার ও ‘জেন-জি’দের প্রতি আহ্বান জানিয়েছেন রাহুল গান্ধী। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে বিরোধী দল নেতা রাহুল এ আহ্বান জানান।

    দিল্লিতে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সমালোচনা করে রাহুল গান্ধী বলেন, শুধু ভোটার তালিকায় গোলমাল নয়, ভোটার তালিকা থেকে এবার বেছে বেছে কংগ্রেস সমর্থক, দলিত-আদিবাসী ভোটারদের ভোট মুছে দেয়া হচ্ছে। তাই সংবিধান রক্ষা এবং ‘ভোটচুরি’রোধে ভারতের জেন-জিকে নির্ণায়ক ভূমিকা পালনের আহ্বান জানান রাহুল।

    তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, দেশের যুব, ছাত্রছাত্রী এবং জেন-জি সংবিধান রক্ষা করবে, গণতন্ত্রকে বাঁচাবে এবং ভোটচুরি রুখবে। আমি সব সময় তাদের পাশে থাকব।

    বিশ্লেষকরা বলছেন, জেন-জিদের কাছে রাহুলের আহ্বান জানানোর এ সময়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেননা, কয়েকদিন আগেই নেপালের জেন-জি দুর্নীতি এবং একাধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নামে। ক্ষমতাচ্যুত হয় কেপি শর্মা অলির সরকার।

    তবে রাহুলের পোস্টের পরেই এর কঠোর সমালোচনা করেছে বিজেপি। বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর বলেন, রাহুল যেসব দাবি করলেন, সবটাই ভিত্তিহীন। রাহুল আসলে অনুপ্রবেশকারীদের রক্ষা করার চেষ্টা করছেন। তিনি দেশে বাংলাদেশ ও নেপালের মতো অরাজক পরিস্থিতি তৈরি করতে চাইছেন। বিভ্রান্তিকর দাবি নিয়ে চলে আসছেন। বিভ্রান্তির রাজনীতি করা তার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। এজন্য বারবার তাকে আদালতের কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসতে হয়।

    জেড নিউজ, ঢাকা

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়