১৬/০১/২০২৬, ১৯:১১ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    স্থলপথে নিষেধাজ্ঞার পরও ভারতে বাড়ছে রপ্তানি আয়

    বাংলাদেশের রপ্তানি সক্ষমতা দমিয়ে রাখতে ভারত একের পর এক স্থলপথে নিষেধাজ্ঞা আরোপ করলেও বাস্তবে ঘটেছে উল্টো চিত্র। কারণ গত ২ মাসেই ভারতের বাজারেই বাংলাদেশি পণ্যের রপ্তানি আয় ব্যাপকভাবে বেড়েছে।

    পাট, পোশাক, প্লাস্টিক ও খাদ্যপণ্যসহ বহু সামগ্রী সীমান্ত দিয়ে প্রবেশে বাধা দিয়েছে নয়াদিল্লি। উদ্দেশ্য ছিল বাংলাদেশের রপ্তানিকে ধ্বংস করা। কিন্তু সব প্রতিবন্ধকতা সত্ত্বেও এবার সেই ভারতের বাজারেই বাংলাদেশি পণ্যের রপ্তানি আয় বেড়েছে । কারণ বাংলাদেশের ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প ভারতের তুলনায় অনেক উন্নত। তাই ভারতীয় বিধিনিষেধ সত্ত্বেও ক্রেতারা অতিরিক্ত ব্যয় মেনেও বাংলাদেশ থেকে পণ্য নিচ্ছেন ।

    রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্যমতে, চলতি অর্থবছরের জুলাই-আগস্টে ভারতের বাজারে বাংলাদেশের রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩১ কোটি ১৩ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিলো ২৮ কোটি ৫৭ লাখ ডলার। অর্থাৎ মাত্র দুই মাসেই প্রবৃদ্ধি এসেছে ২ কোটি ৫৬ লাখ ডলার।

    বিশেষজ্ঞরা বলছেন, এর মূলে রয়েছে তৈরি পোশাক খাত। চীনের পর বৈশ্বিক বাজারে বাংলাদেশের ক্রেতাবান্ধব অবস্থান এবং উন্নত ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়িয়েছে।

    বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক বলেন, গত দুই মাসের রপ্তানি আয় দেশের জন্য ইতিবাচক বার্তা বহন করছে। ভারতের বাজার বাংলাদেশের জন্য সম্ভাবনাময়। স্থলপথের বাধা কূটনৈতিকভাবে দূর করতে পারলে রপ্তানি আয় আরও বাড়বে, এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের।

    জেড নিউজ, ঢাকা ।

    জনপ্রিয়