১৭/০১/২০২৬, ৩:০২ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    সিরিজ বাঁচাতে আজ মাঠে নামবে বাংলাদেশ

    জেড নিউজ স্পোর্টস:
    প্রথম ম্যাচে হারের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে হারলেই সিরিজ হাতছাড়া হয়ে যাবে স্বাগতিকদের। তাই লিটন দাসের দলের সামনে জয়ের কোনো বিকল্প নেই।

    চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়।দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে হলে ব্যাটারদের রানে ফেরার বিকল্প নেই। বিশেষ করে চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটে ব্যাটারদের উপর একটু বেশিই দায়িত্ব থাকে। সেজন্য শুরুর দিকের ব্যাটারদের ভালো একটা শুরু এনে দিতে হবে।

    প্রথম ম্যাচ শেষে অধিনায়ক লিটন দাসও সেটিই প্রত্যাশা করেছেন। প্রথম ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশা তার। লিটন বলেন, শেষ ওভার ছাড়া পুরো ম্যাচে আমরা সত্যিই ভাল বোলিং করেছি। আমরা এ ম্যাচে যা ভুল করেছি এসব থেকে দ্রুত আমাদের শিক্ষা নিতে হবে এবং পরের ম্যাচেই ঘুরে দাঁড়াতে হবে।

    বিশ্বকাপের আগে বাংলাদেশ আর পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পাবে। এই ম্যাচগুলো দিয়েই প্রস্তুতি সারতে হবে আগামী বছর অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের। তাই এই ম্যাচগুলোতে বাড়তি নজর থাকবে বাংলাদেশের।প্রথম ম্যাচ জিতে বাংলাদেশের সামনে সুযোগ ছিল টি-টোয়েন্টিতে দুই দলের পরিসংখ্যানে সমতা আনার। সেটি না পারলেও এ ম্যাচ জিতে ব্যবধান কমানোর সুযোগ লিটনদের জন্য। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২০বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এরমধ্যে বাংলাদেশের জয় ৮টিতে আর ওয়েস্ট ইন্ডিজের ১০টি ম্যাচে। দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

    সিরিজ বাঁচানোর ম্যাচে একাদশে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। বিশ্রাম দেওয়া হতে পারে শামীম হোসেন পাটোয়ারীকে। অন্যদিকে, প্রথম ম্যাচের জয়ের কম্বিনেশনই ধরে রাখার চেষ্টা করবে ওয়েস্ট ইন্ডিজ।বাংলাদেশ দল : লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারী, নুরুল হাসান সোহান, মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়