১৬/০১/২০২৬, ১৯:১৭ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    সামরিক খাতে নিজেদের দূর্বলতা নিয়ে উদ্বিগ্ন ভারতীয় বিশেষজ্ঞরা

    ভারতের প্রতিরক্ষা সক্ষমতা ক্রমেই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে। সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত কম্বাইন্ড কমান্ডার্স’ কনফারেন্সে সেই চিত্র উঠে এসেছে। কনফারেন্সে প্রতিরক্ষা বিষয়ক বিশেষজ্ঞরা জানিয়েছেন, বহুমুখী নিরাপত্তা হুমকি ও গুরুত্বপূর্ণ সরঞ্জামের ঘাটতির কারণে ভারতের সামরিক প্রস্তুতি বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। ভারত এখন বহুমুখী জটিল নিরাপত্তা পরিবেশের মুখোমুখি।

    তাদের মতে, পাকিস্তানের প্রক্সি যুদ্ধ ও সীমান্ত সন্ত্রাস, চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনা এবং বাংলাদেশের শাসন পরিবর্তনের পর ভারতবিরোধী মনোভাব বৃদ্ধির কারণে দেশটি এখন বহুমুখী হুমকির মুখোমুখি। এই পরিস্থিতি দেখা দিচ্ছে এমন এক সময়ে, যখন ভারতের সামরিক খাতে ভয়াবহ ঘাটতি বিরাজ করছে।

    সামরিক খাতের বিশেষজ্ঞরা বলেন, তাদের প্রধান সমস্যাগুলোর মধ্যে রয়েছে এ খাতের আধুনিকীকরণে দীর্ঘসূত্রতা, বিদেশি আমদানির ওপর অতিরিক্ত নির্ভরতা, আকাশ প্রতিরক্ষার দুর্বলতা, ড্রোন যুদ্ধের প্রস্তুতির অভাব ও জনবলের সংকট। সেনাবাহিনীতে এক লাখেরও বেশি সৈন্যের ঘাটতি আছে, তিন বাহিনী মিলিয়ে এ সংখ্যা প্রায় ১ লাখ ৪০ হাজার।

    বিমানবাহিনী অনুমোদিত ৪২ স্কোয়াড্রনের বিপরীতে মাত্র ৩১টি স্কোয়াড্রন নিয়ে চলছে, যার প্রায় ৭০% রাশিয়ার তৈরি পুরনো যুদ্ধবিমান। এগুলোর বেশিরভাগই অবসরের পথে। নৌবাহিনীও পর্যাপ্ত যুদ্ধবিমান ছাড়াই বিমানবাহী রণতরী পরিচালনা করছে।

    স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত বৈশ্বিক অস্ত্র আমদানির ৮.৩% নিয়ে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক। রাশিয়ার পাশাপাশি ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও ইসরাইল থেকেও বড় বড় অস্ত্র প্ল্যাটফর্ম কিনছে দিল্লি। অথচ দেশীয় প্রতিরক্ষা শিল্প এখনো চাহিদা মেটাতে ব্যর্থ।

    বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ভারতের প্রতিরক্ষা দুর্বলতা দেশকে অতি ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেলেছে। আত্মনির্ভরতার স্লোগান দিলেও আমদানি নির্ভরতা কাটাতে না পারলে ভারতের জন্য শক্ত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা কঠিন হয়ে পড়বে ।

    জেড নিউজ , ঢাকা ।

    জনপ্রিয়