রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে লড়তে যাচ্ছেন তাসিন খান নামে এক নারী শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক।
১৯৬২ সালে রাকসু প্রতিষ্ঠার পর এই প্রথম কোনো নারী প্রার্থী ভিপি পদে লড়ছেন। সে হিসেবে ৬৩ বছরের ইতিহাসে এই প্রথম কোনো নারী প্রার্থী ভিপি পদে লড়ছেন।
সব স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে তিনি ২১ সদস্যের ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ নামে প্যানেল ঘোষণা করেন। এ প্যানেলে ভিপি পদে তিনি লড়বেন। এছাড়া সাধারণ সম্পাদক (জিএস) পদে ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাজন আল আহমেদ ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আরবি বিভাগের শিক্ষার্থী মাহায়ের ইসলাম।
রাকসুর ৬৩ বছরের ইতিহাসে এখন পর্যন্ত ১৪ বার ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। তাতে বিজয়ীদের তালিকা পর্যালোচনা করে দেখা যায়, ভিপি ও জিএস (সাধারণ সম্পাদক) পদে কোনো নারী ছিলেন না।
রাকসুর ভোট গ্রহণ হবে ২৫ সেপ্টেম্বর।



