জেড নিউজ ডেস্ক:
উজানের ঢল আর ভারতের অনিয়মতান্ত্রিক ভাবে বাঁধ ছাড়া পানির প্রভাবে বন্যা দেখা দিয়েছে দেশের উত্তরাঞ্চলে। এক রাতের ব্যবধানে ভেসে গেছে রংপুর, কুড়িগ্রামের বেশ কয়েকটি এলাকা। একই সাথে প্রবল স্রোতে তিস্তা-যমুনা ও দুধকুমার নদীতে দেখা দিয়েছে ভাঙন। মাঠ-ঘাট ও বসতবাড়ি তলিয়ে যাওয়ায় বিপর্যস্ত এসব এলাকার মানুষ।
কয়েক দিনের টানা বর্ষণ ও ভারত থেকে আসা অস্বাভাবিক পানিতে আকষ্মিক বন্যা দেখে দিয়েছে রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের বেশ কয়েকটি অঞ্চলে।
হঠাৎ নেমে আসা ঢলে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তা নদীর পানি বেড়ে প্লাবিত হয় আশপাশের এলাকাগুলো। ডুবে যায় এসব এলাকার মাঠ-ঘাট ও ফসলি জমি। একই সাথে প্রবল স্রোতে তিস্তা-যমুনা নদীতে ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গনের কারণে ফসলি জমি ও বসত বাড়ি হারানোর শংকায় দিন কাটছে এসব এলাকার মানুষের।
কুড়িগ্রামের দুধকুমার নদে ভাঙন দেখা দিয়েছে। গত কয়েক বিলীন হয়ে গেছে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের বেশ কিছু বাড়ি-ঘর। ভিটেমাটি হারিয়ে নি:স্ব হয়েছেন অনেকে।দূর্গত এলাকাগুলো পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের তালিকা করছে স্থানীয় প্রশাসন। শিগগিরই ক্ষতিগ্রস্থদের সহায়তার আশ্বাসও দেয়া হয়েছে।
নদীপাড়ের মানুষের অভিযোগ, সরকার স্থায়ীভাবে নদীভাঙন রোধ, ড্রেজিং, ও সংস্কারের উদ্যোগ না নেওয়ায় প্রতি বছর ভোগান্তিতে পড়তে হয় তাদের।



