ফরাসি ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান অবশেষে ফ্রান্স ছেড়ে আলজেরিয়ার জার্সি গায়ে চাপাচ্ছেন।
শুক্রবার এক বিবৃতিতে আলজেরিয়ান ফুটবল ফেডারেশন জানায়, ফিফা আনুষ্ঠানিকভাবে ২৭ বছর বয়সী এই গোলরক্ষককে আলজেরিয়ার জাতীয় দলে খেলার অনুমতি দিয়েছে।
বর্তমানে স্পেনের দ্বিতীয় বিভাগে গ্রানাদার হয়ে খেলছেন লুকা। ২০০৪ সালে রিয়াল মাদ্রিদের একাডেমিতে যোগ দিয়েছিলেন তিনি। সেখান থেকে ধাপে ধাপে উঠে আসেন রিজার্ভ দলে এবং ২০১৭-১৮ মৌসুমের শেষ লিগ ম্যাচে মূল দলের হয়ে অভিষেক হয় তার। ওই মৌসুমে রিয়ালের তৃতীয় গোলরক্ষক ছিলেন তিনি, যখন দল জেতে ১৩তম চ্যাম্পিয়নস লিগ শিরোপা।
আলজেরিয়া ইতোমধ্যেই ২০২৫ আফ্রিকান কাপ অব নেশন্সে জায়গা করে নিয়েছে, যা শুরু হবে ২১ ডিসেম্বর মরক্কোয়। একই সঙ্গে তারা বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপ-জি’তে শীর্ষে আছে ১৯ পয়েন্ট নিয়ে। আগামী মাসে সোমালিয়ার বিপক্ষে জয় বা উগান্ডার সঙ্গে ড্র পেলেই নিশ্চিত হবে ২০২৬ বিশ্বকাপের টিকিট।
যদিও জিনেদিন জিদানের জন্ম মার্শেইয়ে, তবে তার পরিবার মূলত আলজেরিয়ার বেজাইয়া অঞ্চলের ছোট্ট এক গ্রাম থেকে আসা। বাবার শিকড়ের টানে লুকার এই সিদ্ধান্ত আলজেরিয়ান সমর্থকদের নতুন করে উচ্ছ্বসিত করেছে।



