১৬/০১/২০২৬, ১৬:৪৩ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    পাচারের অর্থ ফেরাতে বিশ্বব্যাংকের সহায়তা চাইলেন ড. ইউনূস

    জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফর করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। সফরের দ্বিতীয় দিন তার সঙ্গে বিশ্ব নেতাদের সাক্ষাত হয়। এসময় বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গারের সঙ্গে ড. ইউনূস বৈঠক করেন। বৈঠকে শেখ হাসিনার আমলে পাচারের অর্থ ফেরাতে সংস্থাটির সহায়তা চান তিনি। এ সময় আর্থিক খাতের সংস্কার ও বাংলাদেশের নির্বাচন প্রস্তুতি নিয়েও তাদের অবহিত করেন ড. মুহাম্মদ ইউনুস।

    প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেবেন। সেখানে তিনি অন্তর্বর্তী সরকারের গত ১৪ মাসে নেওয়া সংস্কার কার্যক্রম, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং গণতান্ত্রিক রূপান্তরের পদক্ষেপ তুলে ধরবেন।

    তিনি আরও বলেন, ২৩৪ বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে। সেই টাকাটা ফেরানো ড. ইউনূসের কাছে বেশি গুরুত্বপূর্ণ। এই বিষয়ে তিনি আলাপ করেছেন। বিশ্ব ব্যাংক এ ব্যাপারে আমাদের সাহায্য করবেন আশা করছি।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়