১৬/০১/২০২৬, ২১:২০ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    ‘ধর্মের প্রয়োজনে আমি ও আপনি এক ও অভিন্ন’

    লোহাগাড়ায় ধর্ম উপদেষ্টা আ.ফ ম খালিদ হোসেন

    অন্তর্বতীকালী সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড.আ. ফ. ম খালিদ হোসেন বলেছেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মুসলমানদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। একে অপরের বিরুদ্ধে বিরুদ্ধাচার না করে কালেমার তলে উম্মতে মোহাম্মদীকে এক হতে হবে।

    শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ মাগরিব চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতির শাহ মনজিলে ১৯ দিন ব্যাপী ৫৫তম ঐতিহাসিক আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.) এর ১৬তম দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ধর্ম উপদেষ্টা বলেন, ‘আপনার দল আলাদা হতে পারে, পীর আলাদা হতে পারে। কিন্তু ধর্মের প্রয়োজনে রাজপথের বৃহত্তর স্বার্থে আমি এবং আপনি এক ও অভিন্ন। সুযোগ বার বার আসেনা। সুযোগ আসতে প্রায় ৫০ বছর অপেক্ষা করতে হয়। স্বাধীনতার পর ২০২৫ সাল উম্মতে মোহাম্মদীর জন্য নতুন করে সুযোগ সৃষ্টি করে দিয়েছে। তাই আমরা এ সুযোগকে কাজে লাগাতে না পারলে আরো শত বছর পিছিয়ে যেতে হবে।

    তিনি আরও বলেন, ‘আজ আমাদের আকাশে নতুন সূর্য উদিত হয়েছে। সে সূর্যের তেজদীপ্তিতে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করবো। সে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।

    আ.ফ ম খালিদ হোসেন বলেন, ‘আমরা আমাদের এই প্রিয় বাংলাদেশকে খোলাফায়ে রাশেদীনের আলোকে, রাসুলুল্লাহ (সা.) এর সীরাতের মসজিদে নববীর আদলে এ দেশকে সাজাতে চাই। বিনির্মাণ করতে চাই একটি বৈষম্যহীন, লুটতরাজবিহীন, জুলুমবিহীন বাংলাদেশ। যেখানে প্রতিষ্ঠা পাবে মানুষের মৌলিক অধিকার। এমন একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তিনি সকলকে এগিয়ে আসার আহবান জানান।

    মাহফিলে সভাপতিত্ব করেন বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা বদিউল আলম জিহাদী।

    ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবীর ইতিহাস শাহ হাফেজ আহমদ (শাহ সাহেব কেবলা) দ্বারা ১৯৭২ সালে শুরু হয়। যিনি রাসুল (সা.) এর জীবনী ও কোরআনের শিক্ষা প্রচারের জন্য চট্টগ্রামের লোহাগাড়ার চুনতী নামক স্থানে এই ঐতিহাসিক মাহফিলের গোড়াপত্তন করেন। রাসুল (সা.) এর জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এই দীর্ঘস্থায়ী ও সুশৃঙ্খল মাহফিলে। যেখানে লক্ষ লক্ষ মানুষের আপ্যায়নের ব্যবস্থাও রাখা হয়, যা একটি বিরল দৃষ্টান্ত। প্রতিবছরের ন্যায় এ বছর ও ৪ সেপ্টেম্বর মাহফিলের কার্যক্রম শুরু হয়েছে আগামী ২২ সেপ্টেম্বর আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়