১৬/০১/২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    দুই সীমান্ত দিয়ে রোহিঙ্গাসহ ২৮ জনকে পুশইন বিএসএফের

    নিয়মতান্ত্রিক সমাধান ও আন্তর্জাতিক নিয়ম এড়িয়ে ভারত অবৈধভাবে বাংলাদেশে পুশ ইন অব্যাহত রেখেছে । মাত্র দু’দিনের ব্যবধানে ১২ রোহিঙ্গাসহ মোট ২৮ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

    এর মধ্যে মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে বৃহস্পতিবার ভোরে ১২ রোহিঙ্গাকে ঠেলে দেওয়া হয়। তাদের মধ্যে চারজন নারী ও পাঁচজন শিশু রয়েছে।

    মৌলভীবাজার বিজিবি ব্যাটালিয়ন-52 জানায়, বৃহস্পতিবার ভোরে বড়লেখার বাতামোড়াল পানপুঞ্জি দিয়ে ওই ১২ রোহিঙ্গাকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। বিজিবির একটি টহল দল তাদের আটক করে।

    পর দিন শুক্রবার নওগাঁর পত্নীতলা সীমান্ত দিয়ে আরও ১৬ জনকে ঠেলে দেয় বিএসএফ। আটক ব্যক্তিদের মধ্যে পাঁচ শিশু ও চারজন নারী ছিল। তারা সবাই নিজেদের বাংলাদেশি বলে পরিচয় দিয়েছে। কয়েক বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করলেও ভারতীয় কর্তৃপক্ষ তাদের দেশে ফেরত পাঠানোর বৈধ প্রক্রিয়া এড়িয়ে কৌশলে সীমান্তে ঠেলে দিয়েছে। তাদের পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়েছে।

    অন্যদিকে, সাতক্ষীরা ও মেহেরপুর সীমান্ত দিয়ে ভারতীয় কর্তৃপক্ষ আটক ১২ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে। এদের মধ্যে আটজনকে ভারতের হাকিমপুর থেকে এবং বাকিদের রাজস্থানে বসবাসের সময় স্থানীয় পুলিশ আটক করে।
    জেড নিউজ , ঢাকা ।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়