ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঘিরে সমালোচনার ঝড় দিন দিন তীব্র হচ্ছে। রাজ্যে রাজ্যে তার বিরুদ্ধে অসন্তোষ বাড়ছে। নির্বাচনী প্রচারণা আর কোটি টাকার প্রকল্প ঘোষণার আড়ালে অশান্ত রাজ্যগুলোর আসল সমস্যা উপেক্ষিত হচ্ছে- এমন অভিযোগ আর ক্ষোভে ফেটে পড়ল মণিপুরবাসী।
শনিবার মোদি মণিপুর সফরে পৌঁছানো মাত্রই রাজ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাস্তায় নেমে আসেন বিক্ষোভকারীরা, তাদের কণ্ঠে ধ্বনিত হয় স্লোগান—“গো ব্যাক মোদি”। শান্তিপূর্ণ বিক্ষোভ দমন করতে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে; এতে আহত হন বহু মানুষ।
তিন দিনের এ সফরে আসাম ও বিহারও অন্তর্ভুক্ত। বিহারে মোদি প্রায় ৮ বিলিয়ন ডলারের বিনিয়োগ ঘোষণা করেছেন। যেখানে কৃষি, রেল, সড়ক ও বিমানবন্দর সম্প্রসারণের প্রকল্প রয়েছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিহারকে বিজেপির জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রাজ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে।
কিন্তু মণিপুরের বাস্তবতা এখনো ভয়াবহ। ২০২৩ সালের মে মাসে মেইতেই ও কুকি জনগোষ্ঠীর সংঘর্ষে প্রায় ২৫০ জন নিহত হন। হাজারো মানুষ আজও অস্থায়ী শিবিরে দিন কাটাচ্ছেন। রক্তক্ষয়ী সেই সংঘাত রোধে মোদির ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা।
অন্যদিকে চুরাচান্দপুরে কুকি অধ্যুষিত এলাকায় বক্তৃতা দিতে গিয়ে মোদি দাবি করেন—“ভারত সরকার মণিপুরে শান্তি ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করছে।” কিন্তু স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক স্বার্থে বিভাজন আরও গভীর হচ্ছে। ২০২২ সালের মতো এবারও সফরকালে মোদি উন্নয়ন প্রকল্পের প্রতিশ্রুতি দিলেন। কিন্তু তাতেও মুছেনি মণিপুরের ক্ষত। তাইতো রাজ্যের রাস্তা এখন উত্তাল মোদি বিরোধী স্লোগানে ।
জেড নিউজ , ঢাকা ।



