১৬/০১/২০২৬, ১৫:০৫ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    আর্জেন্টিনাসহ ২২ দেশের ২০২৬ বিশ্বকাপের জার্সি উম্মোচন

    জেড নিউজ স্পোর্টস:
    আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ২০২৬ ফিফা বিশ্বকাপ। ফুটবলের এই মহাআসরকে সামনে রেখে বিশ্বকাপকে সামনে রেখে ২২ দেশের জার্সি উন্মোচন করেছে ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস।

    অ্যাডিডাস যে ২২ দেশের জার্সি উন্মোচন করেছে তাদের মধ্যে রয়েছে আর্জেন্টিনা, জার্মানি, স্পেনের জার্সিসহ আরও বেশকিছু দেশের জার্সি, যারা এরই মধ্যে বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে কিংবা বিশ্বকাপে খেলা অনেকটা নিশ্চিত।

    মূলত, যেসব ফেডারেশনের সঙ্গে অ্যাডিডাসের চুক্তি রয়েছে তাদের জার্সিই উন্মোচন করা হয়েছে। তবে অ্যাডিডাসের উন্মোচিত জার্সিগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসিদের আর্জেন্টিনার জার্সি।

    নতুন আকাশী-নীল এবং সাদা জার্সিতে উল্লম্ব স্ট্রাইপ রয়েছে, তিন রঙের গ্রেডিয়েন্ট প্রভাব রয়েছে। আলবিসেলেস্তেদের জয় করা ১৯৭৮, ১৯৮৬ এবং ২০২২ বিশ্বকাপ জয়ের কথা স্মরণ করা হয়েছে।

    প্রকাশ করা ২২ দেশের মধ্যে ছয়টি দেশ ইতিমধ্যে বিশ্বকাপের বাছাইপর্ব উৎরে গেছে। এছাড়া, বিশ্বকাপে খেলার নিশ্চিত সুযোগ রয়েছে এমন দেশ যেমন জার্মানি, স্পেন এমন দেশের জার্সিও রয়েছে।

    এবারের বিশ্বকাপের আসর হবে ৪৮ দেশ নিয়ে। আগামী বছরের ১১ জুন থেকে শুরু হবে ফিফা বিশ্বকাপ। যার ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়