মূল্যস্ফীতির লাগাম টানতে নীতি সুদহার টানা বাড়িয়ে আসছে কেন্দ্রীয় ব্যাংক। সেই ধারা থেকে বের হওয়ার চ্যালেঞ্জ নিয়ে নিজের ‘আমলের’ দ্বিতীয় মুদ্রানীতি দিতে যাচ্ছেন আহসান মনসুর।
চলতি অর্থবছরের প্রথমার্ধের জন্য মুদ্রানীতি ঘোষণা করা হবে বৃহস্পতিবার।
ওই দিন দুপুর ৩টায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সংবাদ সম্মেলনে জুলাই-ডিসেম্বরের সময়ের জন্য মুদ্রানীতি প্রকাশ করব্নে বলে সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।
মুদ্রানীতিতে সাধারণত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গতিশীল করতে বাংলাদেশ ব্যাংকের নীতি ও পদক্ষেপের বিষয়গুলো তুলে ধরা হয়।নতুন মুদ্রানীতি ঘোষণার সময় গভর্নর বর্তমান মুদ্রানীতির কারণে অর্থনীতিতে সেটির ফলাফল সম্পর্কেও অবহিত করবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, চলতি অর্থবছরের প্রথম মুদ্রানীতি তৈরির কাজ তারা গুছিয়ে এনেছেন। বুধবার এ নিয়ে আরেকটি বৈঠক রয়েছে সেখানে বাকি বিষয়গুলো চূড়ান্ত করা হবে।মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক বেশ কিছুদিন ধরে সংকোচনমূলক মুদ্রানীতি নিয়ে এগোচ্ছে। গত ফেব্রুয়ারিতে ঘোষিত বিদ্যমান জানুয়ারি-জুন সময়ের মুদ্রানীতিতে নীতিসুদহার ১০ শতাংশ অপরিবর্তিত রাখা হয়।নীতি সুদের এ হার মূল্যস্ফীতির লাগাম টানতে টানা বাড়িয়ে আসছে কেন্দ্রীয় ব্যাংক। সেই ধারা থেকে বের হওয়ার চ্যালেঞ্জ নিয়ে বৃহস্পতিবার নিজের ‘আমলের’ দ্বিতীয় মুদ্রানীতি ঘোষণা দেবেন আহসান মনসুর।
সবশেষ ফেব্রুয়ারিতে ঘোষিত মুদ্রানীতিতে বাংলাদেশ ব্যাংক মূল্যস্ফীতি ৭ থেকে ৮ শতাংশের মধ্যে আটকে রাখার আশ্বাস দিয়েছিল। আর ২০২৪ সালের জুন-ডিসেম্বরের মুদ্রানীতিতে মূল্যস্ফীতির ৬ দশমিক ৫ শতাংশের মধ্যে রাখার লক্ষ্য ধরা হয়েছিল, যদিও জানুয়ারিতে এই হার ছিল ৯ দশমিক ৯৪ শতাংশ ছিল।
হালনাগাদ তথ্য অনুযায়ী, জুনে দেশে সাধারণ মূল্যস্ফীতি ৮ দশমিক ৪৮ শতাংশে নেমে আসার তথ্য দিয়েছে সরকার, যা গত ৩৫ মাসের মধ্যে সর্বনিম্ন।