Saturday, August 2, 2025
More
    Homeসংবাদহাসিনা আমলে বিদ্যুৎ খাতের নেপথ্যের লুটেরা

    হাসিনা আমলে বিদ্যুৎ খাতের নেপথ্যের লুটেরা

    ২০০৯ সালে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকার বাংলাদেশের বিদ্যুৎ সংকট মোকাবিলার নামে যে কৌশল নিয়েছিল, সেটি ছিল মূলত একটি পরিকল্পিত লুণ্ঠনের পথ। এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ যে দুই আমলার নাম ঘন ঘন উচ্চারিত হয় তারা হচ্ছেন, আবুল কালাম আজাদ ও আহমদ কায়কাউস। তাদের ছত্রছায়ায় বিদ্যুৎ খাতকে ঘিরে গড়ে ওঠে দুর্নীতি, অনিয়ম ও বিদেশে অর্থ পাচারের বিস্তৃত নেটওয়ার্ক।

    আবুল কালাম আজাদ বিদ্যুৎ সচিব হিসেবে দায়িত্ব পাওয়ার পরেই ‘কুইক রেন্টাল’ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেন। বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদনের অনুমতি দিতে আইন সংশোধন করা হয় এবং একটি ‘দায়মুক্তি আইন’ প্রণয়ন করা হয় যা এই খাতে সকল সিদ্ধান্তকে বিচারের ঊর্ধ্বে রাখে। এর ফলে রাজনৈতিকভাবে প্রভাবশালী নেতাকর্মীরা লাইসেন্স নিয়ে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেয়। আবুল কালাম আজাদ এই প্রক্রিয়ার নীতি নির্ধারক হিসেবে কয়েকটি কুইক রেন্টাল অনুমোদনের পর বিদ্যুৎ বিভাগ থেকে সরে যান, কিন্তু প্রভাব বজায় রাখেন।

    ২০১৬ সালে আহমদ কায়কাউস বিদ্যুৎ সচিব হিসেবে দায়িত্ব নিয়ে একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। দুর্নীতি বিরোধী প্রমাণ করে নিজেকে একজন সৎ ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন বাকপটু এই আমলা। আওয়ামী লীগ সরকারের পতন পর্যন্ত বিদ্যুতের একক অধিপতি হয়ে উঠেছিলেন। বিদ্যুৎ খাতে কী হবে, না হবে, কোথায় কাকে নিয়োগ দেওয়া হবে, কী কেনাকাটা হবে ইত্যাদি নির্ধারিত হতো আহমদ কায়কাউসের দ্বারা।

    সরকারি নথি পর্যালোচনা করে দেখা যায়, ২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে তিনি যুক্তরাষ্ট্রে যান ৫২ বার, যেখানে তাঁর স্ত্রী ও কন্যার নামে অন্তত ৮টি কনসালট্যান্সি ফার্ম গঠন করা হয়। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে কুইক রেন্টাল কোম্পানিগুলোর কাছ থেকে আদায় করা অর্থ বিদেশে পাচার করা হতো ।

    জেড নিউজ , ঢাকা ।

    সর্বশেষ

    হোটেলে পাওয়া গেল অভিনেতার নিথর দেহ

    মালয়ালাম অভিনেতা ও মিমিক্রি আর্টিস্ট কালাভাবন নাভাস আর নেই।...

    টটেনহ্যামের সঙ্গে ১০ বছরের সম্পর্ক ছিন্ন করছেন সন

    দীর্ঘ ১০ বছরের সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন টটেনহ্যামের অধিনায়ক...

    ট্রাম্পের আলটিমেটাম উড়িয়ে দিলেন পুতিন, যুদ্ধবিরতি অনিশ্চিত

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, তিনি ইউক্রেনের সঙ্গে শান্তি...

    নীতি সুদহার অপরিবর্তিত রেখে আঁটসাঁট মুদ্রানীতি

    মূল্যস্ফীতি যতদিন ৭ শতাংশের নিচে না নামবে, ততদিন নীতি...

    আরও সংবাদ

    হোটেলে পাওয়া গেল অভিনেতার নিথর দেহ

    মালয়ালাম অভিনেতা ও মিমিক্রি আর্টিস্ট কালাভাবন নাভাস আর নেই।...

    টটেনহ্যামের সঙ্গে ১০ বছরের সম্পর্ক ছিন্ন করছেন সন

    দীর্ঘ ১০ বছরের সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন টটেনহ্যামের অধিনায়ক...

    ট্রাম্পের আলটিমেটাম উড়িয়ে দিলেন পুতিন, যুদ্ধবিরতি অনিশ্চিত

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, তিনি ইউক্রেনের সঙ্গে শান্তি...