অভ্যূত্থানের মুখে হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর পতিত আওয়ামী লীগ এখন ছত্রভঙ্গ ও টালমাটাল অবস্থায়। ঠিক সেই মুহূর্তেও থেমে নেই দলটির সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরের ব্যক্তিগত অর্থবাণিজ্য।
হাসিনার সাথে কথা বলানোর নাম করে নেতাকর্মীদের কাছ থেকে টাকা নিচ্ছেন তিনি। এবার এমন খবরই উঠে এসেছে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮ এর এক প্রতিবেদনে ।
নিউজ ১৮-কে দেওয়া তথ্যে আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, দলটি বর্তমানে চরম আর্থিক সংকট, নেতৃত্বে বিভাজন ও নজরদারির চাপের মুখে রয়েছে। এই প্রেক্ষাপটে দলের সাংগঠনিক কার্যক্রমের কেন্দ্র হয়ে উঠেছে মেসেজিং অ্যাপ টেলিগ্রাম।
প্রতিদিন রাত ৯টা থেকে গভীর রাত পর্যন্ত চলে ভার্চ্যুয়াল বৈঠক। এসব বৈঠকে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি সাবেক ও বর্তমান সংসদ সদস্য, জেলা-উপজেলা পর্যায়ের নেতারাও যুক্ত হন। কোনো কোনো টেলিগ্রাম গ্রুপে সদস্যসংখ্যা ২০ থেকে ৩০ হাজার ছাড়িয়ে গেছে।
শেখ হাসিনা এসব আলোচনায় ভার্চ্যুয়ালি যুক্ত হলে কে কথা বলবেন তা নির্ধারণে অর্থ লেনদেন হয়। আর এই লেনদেনের কেন্দ্রে রয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের একজন নেতা নিউজ ১৮-কে বলেন, ‘দলের কর্মীরা ওবায়দুল কাদেরকে প্রত্যাখ্যান করেছে। তিনি নিজের গুরুত্ব ধরে রাখতে রাজনৈতিক প্রভাব ও ব্যক্তিগত স্বার্থে অসংখ্য টেলিগ্রাম গ্রুপ তৈরি করেছেন, যা দলের ভালোর জন্য নয় বরং আর্থিক প্রতারণা চালানোর জন্য।
জেড নিউজ , ঢাকা ।