বাংলাদেশি পণ্যে আরোপিত পাল্টা শুল্কের হার কমানো নিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি-ইউএসটিআরের সঙ্গে বাংলাদেশ প্রতিনিধি দলের দ্বিতীয় দিনের আলোচনা হয়েছে। বেঠকে বাংলাদেশ দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বৈঠক সূত্রে জানা গেছে, আলোচনা ফলপ্রসূ হয়েছে। আলোচনায় যে অগ্রগতি হয়েছে, তার ভিত্তিতে বাংলাদেশ ইতিবাচক ফলাফল আশা করছে। তবে চূড়ান্ত ফয়সালা শেষ দিনই হবে। বাংলাদেশ আগেই যুক্তরাষ্ট্রকে অবস্থানপত্র পাঠিয়েছে, যার ভিত্তিতে দরকষাকষি চলছে। আলোচনা শেষ হওয়ার পর বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি চুক্তি হতে পারে।
মার্কিন পাল্টা শুল্ক কমাতে চূড়ান্ত দফার আলোচনার আগে দুই দেশের বাণিজ্য ঘাটতি কমাতে দেশটি থেকে আগামী এক বছরের মধ্যে ১৫০ কোটি ডলার মূল্যের গম, ডাল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস-এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এ শুল্কহার ১ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
জেড নিউজ, ঢাকা।