রোহিঙ্গা সংকটের সমাধান না হলে তা বৈশ্বিক সমস্যায় রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বেঙ্গল ডেল্টা সম্মেলনের’ বক্তব্যে তিনি একথা বলেন।
আগামী ২০ বছরে ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক পরিবর্তন দেখতে হতে পারে ৷ সেই প্রেক্ষাপটে বর্তমানে রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সমস্যা বলে উল্লেখ করেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজন। কেননা এটি পুরোপুরি ভিন্ন একটা বৈশ্বিক খেলা। এর জন্য ১৫ বছরের জন্য একটা পরিকল্পনা করতে হবে। যাতে এই সময়ের মধ্যে এই সংকটের সমাধান করা যায়।
গেল আট বছরে এ সংকট সমাধানে কোনো অগ্রগতি হয়নি মন্তব্য করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “আট বছর চলে গেছে, কিন্তু কিছুই হয়নি। এখন চেষ্টা করা হচ্ছে, যাতে কিছু করা যায়। এ সংকট দীর্ঘতর হলে কেবল যে বাংলাদেশই ভুগবে না তাও তুলে ধরেছেন তৌহিদ হোসেন।
সুতরাং, শুধু বাংলাদেশ আর রোহিঙ্গাদের স্বার্থেই নয়, আঞ্চলিক তথা বৈশ্বিক সমস্যা হিসেবে ধরে নিয়েই এই সংকটের সমাধান করতে হবে জানান তিনি।
জেড নিউজ, ঢাকা।