যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি রপ্তানি পণ্যের ওপর পাল্টা শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে চূড়ান্তভাবে তা ২০ শতাংশ নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন। দীর্ঘ দর কষাকষির ও আলোচনা পর এ-সংক্রান্ত নির্বাহী আদেশ প্রকাশ করেছে হোয়াইট হাউস।
তবে, এর সঙ্গে পুরোনো গড় শুল্কহার ১৫ ও পণ্যভেদে ১৬.৫ শতাংশ যুক্ত হয়ে মোট শুল্ক দাঁড়াবে ৩৫ থেকে ৩৬ দশমিক ৫ শতাংশ। এর মাধ্যমে বাংলাদেশি রপ্তানি পণ্যের ওপর দেশটির আরোপিত শুল্ক বাধা অনেকটাই কেটে গেল। যা দেশের রপ্তানি খাতের সম্প্রসারণকে সহায়তা করবে।
অর্ন্তর্বতী সরকারের এমন সাফল্য বাংলাদেশের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন শুল্ক আলোচকরা।
এর আগে যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তর ইউএসটিআরের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদল দফায় দফায় বৈঠক করে। এ ছাড়া দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে সেখান থেকে আমদানি বাড়াতে ২৫টি বোয়িং ও ৭ লাখ টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
জেড নিউজ, ঢাকা।