মার্কিন যুক্তরাষ্ট্রের নাম ভাঙ্গিয়ে বাংলাদেশ নিয়ে অপপ্রচারে মেতেছে ভারতীয় কতিপয় গণমাধ্যম। সম্প্রতি কলকাতা নিউজ নামে ভুইফোড় একটি মিডিয়া আমেরিকার আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন বা ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম-এর নাম ভাঙ্গিয়ে একটি ভুয়া সংবাদ প্রচার করে।
তাদের মিথ্যাচার, বাংলাদেশে সংখ্যালঘুদের জীবন নিয়ে ছেলেখেলা করছে ইউনুস। মার্কিন ওই কমিশন ইউনুস সরকারের বিরুদ্ধে সংখ্যালঘুদের ওপর নিপীড়ণের ভয়ঙ্কর অভিযোগ সামনে এনেছে বলেও গুজব ছড়াচ্ছে গদি মিডিয়াটি।
তবে, বাস্তবতা হলো বাংলাদেশে এ ধরনের কোন সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেনি। রাজনৈতিক কিছু সহিংসতার ছবি প্রকাশ করে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি নষ্ট করতে ভারতীয় এসব মিডিয়া গুজব ছড়াচ্ছে।
গত বছরের ৫ অগাস্ট গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগের পাচারকৃত অর্থে পরিচালিত এসব ভুইফোঁড় মিডিয়া পতিত সরকারকে এদেশে পূনর্বাসনের চেষ্টায় কাজ করছে। তাই বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে ও ধর্মীয় সহিংসতাকে উসকে দিতে এসব গুজব রটাচ্ছে গদি মিডিয়া।
জেড নিউজ, ঢাকা।