ব্রিটিশ নাগরিকত্বের আড়ালে বাংলাদেশে বাণিজ্য করেছেন যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক। আয়কর নথিতে ব্যবসার সুনির্দিষ্ট ধরন না উল্লেখ করলেও বছর বছর ব্যবসার আয় বৃদ্ধি দেখিয়েছেন।
গত ৩ জুন টিউলিপের ১৩ বছরের আয়কর নথি জব্দ করে দুর্নীতি দমন কমিশন, দুদক। এসব নথিতে টিউলিপের নাম কোথাও রিজওয়ানা সিদ্দিক, কোথাও রিজওয়ানা সিদ্দিক টিউলিপ, আবার কোথাও টিউলিপ রিজওয়ানা সিদ্দিক লেখা হয়েছে। তবে বাবার নাম শফিক আহমেদ সিদ্দিক, মায়ের নাম কোথাও রেহানা সিদ্দিক, কোথাও শেখ রেহানা।
নথি বিশ্লেষণে দেখা যায়, ২০০৬ সালের ৩০ জুন আয়কর বিবরণীতে টিউলিপ তাঁর মোট সম্পদ দেখিয়েছেন ৭ লাখ ৩ হাজার টাকার। ২০১২ সালে তাঁর মোট সম্পদ বেড়ে দাঁড়ায় ১৯ লাখ টাকায়।
২০১৩ সালে টিউলিপের মোট সম্পদ বেড়ে দাঁড়ায় ৬৭ লাখ ৬১ হাজার ৪৯৮ টাকায়। ২০১৫ সালে টিউলিপ তার মোট সম্পদ দেখান ৭৩ লাখ ৩৪ হাজার ৫শ ৮১ টাকা।
এদিকে দুদকের অনুসন্ধান বলছে, টিউলিপ গুলশানে তাঁর ফ্ল্যাট থাকার বিষয়টি আয়কর নথিতে গোপন করেন। যদিও ২০০২ সালের ৩০ অক্টোবরের সাফ কবালা দলিল নম্বর ১৪০৭১ অনুযায়ী গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে নিবন্ধন করা ফ্ল্যাটটির মালিক হিসেবে ভোগদখলে ছিলেন তিনি। ২০১৫-১৬ করবর্ষে টিউলিপ তাঁর গুলশানের ফ্ল্যাটটি ছোট বোন আজমিনা সিদ্দিক রূপন্তীকে হিবা করেছেন।
জেড নিউজ, ঢাকা।