হাসিনা-আমলের সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক দীর্ঘদিন ধরে প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন। ক্ষমতায় থাকাকালে তার বিরুদ্ধে নানা সময়ে অবৈধ সম্পদ ও প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে বারবার ।
সংবাদমাধ্যম ও বিভিন্ন সূত্রের দাবিতে বলা হচ্ছে, রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে চাঁদাবাজি, সন্ত্রাস, লুণ্ঠন এবং দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদ বানিয়েছেন জাহাঙ্গীর কবির নানক।
তবে নানক তাঁর অবৈধ সম্পদ দিয়ে কোনো দৃশ্যমান বিশাল স্থাবর সম্পত্তি কেনেননি, বরং ছোট ছোট বিনিয়োগ করেছেন। যে বিনিয়োগে টাকা দিয়ে তিনি এখন কলকাতায় বিলাসী জীবন যাপন করছেন। আর একটি অংশের টাকা দিয়ে ঢাকা শহরে বিভিন্ন এলাকায় ফ্ল্যাট কিনেছেন, জমি কিনেছেন। তবে এ সম্পদগুলো হিবা দলিল, দানপত্র ও সহযোগীদের নামে রেজিস্ট্রির মাধ্যমে তিনি প্রকৃত মালিকানায় তার নাম গোপন রেখেছেন। যদিও অভিযোগ রয়েছে নানক ফ্ল্যাট বা জমি যতটা না কিনেছেন, তার চেয়ে বেশি দখল করেছেন।
সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে, তার দখলে উত্তরা, ধানমন্ডি, গুলশান, মোহাম্মদপুর, পিসি কালচার ও কেরানীগঞ্জসহ ঢাকার বিভিন্ন এলাকায় মোট ১৬০টির মতো ফ্ল্যাট, কমপক্ষে ১২টি দোকান এবং ১০০ বিঘা বেশি জমি রয়েছে ।
এসব দোকান ও ফ্ল্যাট থেকে এখনো নিয়মিত ভাড়া আদায় করছেন তাঁর লোকজন।
এছাড়া ২০০৯ সালে পাওয়ার প্ল্যান্ট লাইসেন্স বিক্রি ও সরকারি খাসজমি দখলের মাধ্যমে তিনি আর্থিক লেনদেনে কোটি টাকা অর্জন করেছেন । এভাবে সন্ত্রাস এবং ক্ষমতার দাপট দেখিয়ে অবৈধ পন্থায় ভূমি-ফ্ল্যাট দখল করে নানক হয়েছেন হাজার কোটি টাকার মালিক।
জেড নিউজ, ঢাকা ।