নতুন বাংলাদেশ গড়ার লক্ষে ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ ঘোষণা দেন পাটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
২৪ দফার মধ্যে রয়েছে- গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান প্রতিষ্ঠা, জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি ও মানবতা বিরোধী অপরাধের বিচার, নির্বাচন কমিশন সংস্কার, ন্যায় ভিত্তিক বিচার ব্যবস্থা ও আইন সংস্কার, দুর্নীতি রোধে ব্যবস্থা, জনবান্ধব আইনশৃংখলা রক্ষা বাহিনী গঠন, গ্রাম পার্লামেন্ট ও স্থানীয় সরকার কমিশন গঠন, স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ গঠন।
এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল চারটায় শুরু হয় সমাবেশ। বক্তব্য রাখেন দলটির বিভিন্ন স্তরের নেতারা। এ সময় তারা অনিয়ম-দুর্নীতি-চাঁদাবাজি মুক্ত একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এ উপলক্ষে সকালেই প্রস্তুত করা হয় সমাবেশ মঞ্চ। নেতা–কর্মীদের বসার জন্য বিছানো হয় লাল গালিচা। শহীদ মিনারের বিভিন্ন স্থানে লাগানো হয় ডিজিটাল পর্দা।
সমাবেশস্থল ঘিরে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘিরে রাখে পুরো এলাকা। দুপুর থেকে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট ও ডগ স্কোয়াড টহল দেয়।
জেড নিউজ, ঢাকা।