দীর্ঘ ১০ বছরের সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন টটেনহ্যামের অধিনায়ক সন হিউং-মিন। ইংলিশ ক্লাবটির হয়ে ৪৫৪ ম্যাচে ১৭৩ গোল করা দক্ষিণ কোরিয়ান তারকা এই গ্রীষ্মেই বিদায় নিচ্ছেন—এমনটাই জানালেন নিজেই।
৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের চুক্তি স্পার্সের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত থাকলেও, বর্তমানে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব লস অ্যাঞ্জেলেস এফসি-র সঙ্গে চূড়ান্ত পর্যায়ের আলোচনায় রয়েছেন।
নিজ দেশ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে দলের প্রাক-মৌসুম সফরের সংবাদ সম্মেলনে সন বললেন, “আমি যখন লন্ডনে এসেছিলাম, তখন একটা ছোট ছেলে ছিলাম, যার ইংরেজিও ভালো ছিল না। আজ যখন একজন পরিণত মানুষ হয়ে এই ক্লাব ছাড়ছি, সেটা অনেক গর্বের মুহূর্ত। ”
সনের পাশে দাঁড়িয়ে ছিলেন টটেনহ্যামের নতুন কোচ থমাস ফ্রাঙ্ক। সাবেক ব্রেন্টফোর্ড কোচ সনকে নিয়ে বলেন, “তিনি একজন সত্যিকারের স্পার্স কিংবদন্তি। প্রিমিয়ার লিগ ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ও। যদি এটি হয় তার শেষ ম্যাচ, তাহলে নিজ দেশের মাটিতে বিদায়—এর চেয়ে সুন্দর কিছু হতে পারে না। ”
টটেনহ্যাম রোববার সনের জন্মভূমি কোরিয়ায় নিউক্যাসলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে, যেখানে অধিনায়ক হিসেবে মাঠে নামবেন তিনি। ১৩ আগস্ট পিএসজির বিপক্ষে সুপার কাপের ম্যাচ থাকলেও, তার আগেই সনের যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর সম্ভাবনা রয়েছে।
বিদায় নিয়ে সনের ব্যাখ্যা, “ইউরোপে টটেনহ্যামের হয়ে শিরোপা জেতার পর মনে হয়েছে, যা কিছু সম্ভব, সব করেছি। এখন নিজেকে আরেকটু চ্যালেঞ্জ জানাতে চাই। দশ বছর অনেক লম্বা সময়। পরিবর্তন দরকার। ”
স্পার্সের হয়ে সন করেছেন অসাধারণ সব কীর্তি:
প্রিমিয়ার লিগে ৩৩৩ ম্যাচে ১২৭ গোল
২০২১-২২ মৌসুমে মোহামেদ সালাহর সঙ্গে যৌথভাবে গোল্ডেন বুট জয়
প্রিমিয়ার লিগে প্রথম এশিয়ান হিসেবে ১০০ গোল
সব প্রতিযোগিতা মিলিয়ে ১০১টি অ্যাসিস্ট
ক্লাব ইতিহাসে ষষ্ঠ সর্বোচ্চ ম্যাচ খেলা খেলোয়াড়
প্রিমিয়ার লিগে স্পার্সের হয়ে সর্বোচ্চ ৭১টি অ্যাসিস্ট
বিশেষভাবে উল্লেখযোগ্য সনের ও হ্যারি কেইনের দুর্ধর্ষ জুটি—এই দুই তারকা প্রিমিয়ার লিগ ইতিহাসে সর্বোচ্চ ৪৭টি গোল-অ্যাসিস্টের রেকর্ড গড়েছেন, যার মধ্যে সনের ২৪ এবং কেইনের ২৩ গোল।
২০১৯ সালে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলেছিলেন সন, যদিও সেখানে লিভারপুলের কাছে হেরে গিয়েছিল টটেনহ্যাম।
২০২৩ সালের আগস্টে হুগো লরিস থেকে দায়িত্ব নিয়ে ক্লাবের অধিনায়ক হন সন। সেই অধিনায়ক হিসেবে ট্রফি এনে দেওয়ার পর এবার বললেন বিদায়।