ওড়িশার ভুবনেশ্বরে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গিয়ে মুর্শিদাবাদের আটজন শ্রমিক নৃশংস হামলার শিকার হয়েছেন। শুধুমাত্র বাংলায় কথা বলার কারণে বাংলাদেশি ভেবে তাদের ওপর এ হামলা চালানো হয়।
শ্রমিকেরা মহাবীর নগরের একটি প্রজেক্টে সারাদিনের কাজ শেষে ঘুমিয়ে ছিলেন। স্থানীয় কিছু দুষ্কৃতকারী তাঁদের ওপর লাঠি, বাঁশ ও লোহার রড দিয়ে আক্রমণ চালায়। হামলাকারীরা মোবাইল ফোন, আধার কার্ড, ভোটার কার্ড এবং প্রায় ৪ হাজার রুপি ছিনিয়ে নেয়।
আক্রান্ত শ্রমিকরা বর্তমানে ভুবনেশ্বর এইমস হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে আব্দুল আলিম নামের একজন শ্রমিক বলেন, আমরা বাংলায় কথা বলার কারণে স্থানীয়রা আমাদের বাংলাদেশি মনে করে মারধর করেছে। আমি প্রাণ বাঁচিয়ে ফিরে আসতে পেরেছি, কিন্তু আমাদের সঙ্গে থাকা ছয়জন শ্রমিকের হাত-পা ভেঙে দেওয়া হয়েছে।
এই হামলার ঘটনায় স্থানীয় পুলিশও যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে শ্রমিকদের অন্যত্র চলে যাওয়ার জন্য চাপ দেয়। অভিযোগ উঠেছে, পুলিশ শুধু ঘটনা দেখতে এসেছে, কিন্তু হামলাকারীদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
তৃণমূল নেতাদের অভিযোগ, কেন্দ্রের বিজেপি সরকার পশ্চিমবঙ্গের দরিদ্র শ্রমিকদের ওপর, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক থাকার সন্দেহে, দমনমূলক আচরণ করছে। ফলে শ্রমিকদের শারীরিক এবং মানসিক নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ছে।
অন্যদিকে, ভুবনেশ্বরের হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত শ্রমিকদের মধ্যে কয়েক জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। চিকিৎসকেরা বলছেন, কিছু শ্রমিকের হাত-পায় ভাঙা ও গুরুতর আঘাত রয়েছে, যা পুনরুদ্ধারে সময় লাগবে।
জেড নিউজ, ঢাকা।