Sunday, September 7, 2025
More
    Homeঅন্যান্যঅস্ত্রোপচারের মাধ্যমে বিড়ালের মতো রূপ পাওয়ার চেষ্টা তরুণীর!

    অস্ত্রোপচারের মাধ্যমে বিড়ালের মতো রূপ পাওয়ার চেষ্টা তরুণীর!

    এক তরুণী নিজেকে বিড়ালের মতো রূপ দিতে চেয়েছিলেন অস্ত্রোপচারের মাধ্যমে! কিন্তু সেই চেষ্টায় ব্যর্থ হলেন তিনি। অস্ট্রিলীয় এই তরুণীর নতুন রূপ দেখে চমকে গেলেন সকলে! হইচই পড়ল নেটপাড়াতেও। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, নিজের চেহারা পরিবর্তনের জন্য অস্ত্রোপচার করানো ওই তরুণীর নাম জোলিন ডসন। অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের বাসিন্দা তিনি। ২৯ বছর বয়সি জোলিন পেশায় একজন কন্টেন্ট ক্রিয়েটর।
    প্রতিবেদন অনুযায়ী, খ্যাতি অর্জনের জন্য নিজেকে বিড়ালের রূপ দিতে চেয়েছিলেন জোলিন। নাকের ছিদ্র বড় এবং গালের হাড় তীক্ষ্ণ করার জন্য অস্ত্রোপচারে খরচ করেছিলেন ৬ লক্ষেরও বেশি টাকা। কিন্তু অস্ত্রোপচারের পর নিজের রূপ দেখে চমকে যান তিনি। এখন ভুগছেন অনুশোচনায়।
    জোলিন জানিয়েছেন যে, অস্ত্রোপচার সফল হয়নি। নিজেকে বিড়ালের মতো দেখাতে গিয়ে তাকে যে এমন ফল ভুগতে হবে তাও তিনি বুঝতে পারেননি। জোলিনের কথায়, ‘খ্যাতি অর্জন করাই আমার উদ্দেশ্য ছিল। তাই চেয়েছিলাম আমাকে যেন বিড়ালের মতো দেখতে লাগে। কিন্তু ফল হয়েছে উল্টো। আমি বুঝতেই পারিনি যে, অস্ত্রোপচারের পর আমার মুখে এরকম প্রতিক্রিয়া দেখা দেবে। আমার মুখের নীচের অংশের গঠন পাল্টে গিয়েছে। জোলিন স্বীকার করেছেন যে, কেবল মনোযোগ আকর্ষণের জন্যই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। জোলিন আরও বলেছেন, আমি ভালো ভাবে জানি যে কতটা বোকামি করেছি। এই কারণে আমি যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছি। আর কোনদিন পরীক্ষামূলক অস্ত্রোপচারের কথা ভাবব না।
    জোলিনের নতুন রূপ প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই পড়েছে। তার জন্য দুঃখপ্রকাশ করেছেন কেউ কেউ। কেউ কেউ আবার নিন্দাও করেছেন তাকে।
    অস্ত্রোপচারের মাধ্যমে বিড়ালের মতো রূপ পাওয়ার চেষ্টা তরুণীর!
    এক তরুণী নিজেকে বিড়ালের মতো রূপ দিতে চেয়েছিলেন অস্ত্রোপচারের মাধ্যমে! কিন্তু সেই চেষ্টায় ব্যর্থ হলেন তিনি। অস্ট্রিলীয় এই তরুণীর নতুন রূপ দেখে চমকে গেলেন সকলে! হইচই পড়ল নেটপাড়াতেও। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, নিজের চেহারা পরিবর্তনের জন্য অস্ত্রোপচার করানো ওই তরুণীর নাম জোলিন ডসন। অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের বাসিন্দা তিনি। ২৯ বছর বয়সি জোলিন পেশায় একজন কন্টেন্ট ক্রিয়েটর।
    প্রতিবেদন অনুযায়ী, খ্যাতি অর্জনের জন্য নিজেকে বিড়ালের রূপ দিতে চেয়েছিলেন জোলিন। নাকের ছিদ্র বড় এবং গালের হাড় তীক্ষ্ণ করার জন্য অস্ত্রোপচারে খরচ করেছিলেন ৬ লক্ষেরও বেশি টাকা। কিন্তু অস্ত্রোপচারের পর নিজের রূপ দেখে চমকে যান তিনি। এখন ভুগছেন অনুশোচনায়।
    জোলিন জানিয়েছেন যে, অস্ত্রোপচার সফল হয়নি। নিজেকে বিড়ালের মতো দেখাতে গিয়ে তাকে যে এমন ফল ভুগতে হবে তাও তিনি বুঝতে পারেননি। জোলিনের কথায়, ‘খ্যাতি অর্জন করাই আমার উদ্দেশ্য ছিল। তাই চেয়েছিলাম আমাকে যেন বিড়ালের মতো দেখতে লাগে। কিন্তু ফল হয়েছে উল্টো। আমি বুঝতেই পারিনি যে, অস্ত্রোপচারের পর আমার মুখে এরকম প্রতিক্রিয়া দেখা দেবে। আমার মুখের নীচের অংশের গঠন পাল্টে গিয়েছে। জোলিন স্বীকার করেছেন যে, কেবল মনোযোগ আকর্ষণের জন্যই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। জোলিন আরও বলেছেন, আমি ভালো ভাবে জানি যে কতটা বোকামি করেছি। এই কারণে আমি যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছি। আর কোনদিন পরীক্ষামূলক অস্ত্রোপচারের কথা ভাবব না।
    জোলিনের নতুন রূপ প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই পড়েছে। তার জন্য দুঃখপ্রকাশ করেছেন কেউ কেউ। কেউ কেউ আবার নিন্দাও করেছেন তাকে।

    সর্বশেষ

    নাটক বন্ধ করতে হবে ভারতকে

    আমিরুল ইসলাম কাগজী। ভারত দীর্ঘদিন ধরে ঘুরে ফিরে একই নাটক...

    গোপালগঞ্জ দ্বন্দ্ব আড়ালে রাখতে দ্বিতীয় মেয়াদে আইজিপি করা হয়...

    সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন এর চাকরির মেয়াদ দুই...

    ২১শে অগাস্ট মামলার বিচার চাননি শেখ হাসিনা: কায়সার কামাল

    ২১শে অগাস্ট গ্রেনেড হামলা মামলার বিচার শেখ হাসিনা নিজেই...

    নানকের শতাধিক গোপন বাড়ি ও জমি

    হাসিনা-আমলের সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক দীর্ঘদিন ধরে প্রভাবশালী...

    আরও সংবাদ

    নাটক বন্ধ করতে হবে ভারতকে

    আমিরুল ইসলাম কাগজী। ভারত দীর্ঘদিন ধরে ঘুরে ফিরে একই নাটক...

    গোপালগঞ্জ দ্বন্দ্ব আড়ালে রাখতে দ্বিতীয় মেয়াদে আইজিপি করা হয়...

    সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন এর চাকরির মেয়াদ দুই...

    ২১শে অগাস্ট মামলার বিচার চাননি শেখ হাসিনা: কায়সার কামাল

    ২১শে অগাস্ট গ্রেনেড হামলা মামলার বিচার শেখ হাসিনা নিজেই...