এতদিন পরিযায়ী শ্রমিকদের একাংশ বারবার অভিযোগ করছিলেন ভিন রাজ্যে তাদের হেনস্থা করা হচ্ছে। বাংলাদেশি বলে দাগিয়ে দেয়া হচ্ছে। আর এবার খোদ কলকাতায় উঠল এমন মারাত্মক অভিযোগ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলাদেশি আখ্যা দিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে শিয়ালদহ ব্রিজের নিচের হিন্দিভাষী ব্যবসায়ীদের বিরুদ্ধে।
জানা গেছে, বুধবার রাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হোস্টেলের কিছু ছাত্র শিয়ালদহ ব্রিজের নিচের একটি মোবাইল সরঞ্জামের দোকানে কিছু কিনতে গিয়েছিলেন। তখন কিছু লোক তাদের বাংলাদেশি বলে আখ্যা দেয়। এতে তারা প্রতিবাদ করলে ছুরি-বন্দুক দিয়ে তাদের আঘাত করা হয়। এই ঘটনায় চার ছাত্র আহত হন। তাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয়। এরপর শিক্ষার্থীরা মুচিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক গর্গ চট্টোপাধ্যায় বলেন, “আমরা গুজরাটে মার খাব, রাজস্থানে মার খাব, এখন কলকাতাতেও মার খাব? মানলাম ওড়িশায় বিজেপি সরকার, উত্তরপ্রদেশে বিজেপি সরকার আছে। কলকাতায় তো বিজেপি নেই। তাহলে এই অপরাধীগুলো কেন গ্রেফতার হবে না?
এমন প্রশ্ন এখন পুরো ভারত জুড়ে। প্রতিনিয়ত এভাবেই একের পর এক বাংলাভাষীদের উপর অত্যাচারের ঘটনা ঘটছে দেশটিতে।
জেড নিউজ, ঢাকা