আওয়ামী স্বৈরশাসনের সময় ভাই-ভাইয়ের লুণ্ঠন কাহিনি। দুই ভাই হলেন- আজিজ খান আর ফারুক খান। আওয়ামী লীগের আমলে বাংলাদেশ থেকে অর্থ পাচারের শীর্ষে এই দুই ভাইয়ের কোম্পানি সামিট গ্রুপ।
আওয়ামী লীগের পতনের পর গত বছরের ১৪ অক্টোবর গ্রেপ্তার হন ফারুক খান। আর তার লুটেরা ভাই আজিজ খান, বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেন, গ্রহণ করেছেন সিঙ্গাপুরের নাগরিকত্ব। আর ফারুক খান রাষ্ট্রীয় ক্ষমতার শীর্ষে থেকে পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানকে দিয়েছেন লুটের লাইন্সেস।
গত ১৫ বছরে এই ক্ষমতার ঢাল ব্যবহার করে এই পরিবার জনগণের টাকা লুট করে তরতর করে ওপরে উঠেছেন। সরকারি বিভিন্ন দপ্তরের হাজার হাজার কোটি টাকার কাজ, সরকারি কেনাকাটা, পণ্য ও সেবার সরবরাহ করে সবাইকে পেছনে ফেলে ধনী থেকে আরও ধনী হয়েছেন।
সিঙ্গাপুরে আজিজ খানের নাম উঠেছে দেশটির শীর্ষ ৪১তম ধনীর তালিকায়। পাশাপাশি ফোর্বসের বৈশ্বিক ধনীদের তালিকায় জায়গা করে নেন তিনি। ফোর্বসের হিসাবে, বর্তমানে তিনি বিশ্বের বিলিয়নিয়ার তালিকায় ২ হাজার ৬৭৪তম অবস্থানে রয়েছেন আজিজ খান। এই লুটেরা প্রায় পুরো টাকাটাই দেশ থেকে পাচার করে নিয়ে গেছেন। বাংলাদেশ ব্যাংক, অন্যান্য সূত্র ও তথ্য-উপাত্ত পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
জেড নিউজ, ঢাকা।