হাসিনা পতনের পর বাংলাদেশি ক্রেতাদের অনুপস্থিতিতে কলকাতার বাজারের যে করুণ অবস্থা সেই খবরই দুই দিন পর পর সামনে আসছে। কখনো ব্যবসায়ী, কখনো সাধারণ মানুষ সেই দুঃখের কথা তুলে ধরেন বিভিন্ন সময়ে। ”কলকাতার নিউমার্কেট থেকে বলছি “ শিরোনামে এবার মার্কেটগুলোর করুণ চিত্র তুলে ধরলেন সেখানকার এক সাংবাদিক ।
প্রতিবেদনে তিনি বলেন, কলকাতার আইকনিক নিউমার্কেটের চিত্র গত এক বছরে একেবারেই পাল্টে গেছে। বাংলাদেশি পর্যটক ও ক্রেতাদের অনুপস্থিতিতে বাজার এখন ফাঁকা, ভিড় কম এবং নিস্তব্ধ। শেখ হাসিনার পতনের পর দুই দেশের সম্পর্ক শীতল হওয়ায় বাণিজ্য, সাংস্কৃতিক এবং মানুষের সরাসরি যোগাযোগে প্রভাব পড়েছে।
নিউমার্কেট, মারকুইস স্ট্রিট ও সদর স্ট্রিটের দোকানিরা জানিয়েছেন, আগের মতো ব্যবসা নেই। ফুটপাতের ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, বিক্রি প্রায় ৭০ শতাংশ কমে গেছে। শ্রীলেদার্স, খাদিমের মতো বড় জুতার দোকানও এখন স্থানীয় মানুষের ওপর নির্ভর করছে। ব্যবসায়ীরা আশঙ্কা প্রকাশ করে বলেন, গত এক বছরে ৫০ জনও বাংলাদেশি ক্রেতা পাইনি।
নিউমার্কেটের রেস্তোরাঁগুলোও একই পরিস্থিতি ভোগ করছে। কস্তুরি, ধানসিঁড়ি, প্রিন্সের মতো জায়গাগুলোতে এখন আগের মতো ভিড় নেই। খাবারের পরিমাণও ৫০ শতাংশ কমানো হয়েছে। ব্যবসায়ীরা মনে করছেন, যতদিন পর্যটক ভিসা স্বাভাবিক হবে না, ততদিন নিউমার্কেট ও সংলগ্ন এলাকা আর্থিকভাবে স্বাভাবিক হবে না।
জেড নিউজ , ঢাকা ।