আসামে বাংলা ভাষাভাষী মুসলিম সম্প্রদায় চরম দমন-পীড়নের শীকার হচ্ছেন। আসাম সরকার বিশ্বনাথ জেলায় উচ্ছেদ অভিযান শুরু করেছে। ফলে ৩০৯টি পরিবার বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তারা জানিয়েছেন, জাপারিগুড়ির ভিলেজ গ্রেজিং রিজার্ভ ভিজিআর এর প্রায় ১৭৫ বিঘা বা ২৩ হেক্টর জমির উপর দখল উচ্ছেদের জন্য অভিযান শুরু করা হয়।
জেলা প্রশাসক বলেন, উচ্ছেদ অভিযান শান্তিপূর্ণভাবে চলছে। ১৭৫ বিঘা জমিতে ৩০৯টি পরিবার দখল করেছিল। ১৫ দিনের মধ্যে এলাকা খালি করার জন্য ১ আগস্ট তাদের নোটিশ জারি করা হয়েছিল। সমস্ত পরিবার ইতিমধ্যেই এলাকা ছেড়ে চলে গেছে এবং তাদের অনেকের ঘরবাড়ি ভেঙে ফেলে হয়েছে। সেখানে একটি বড় চা বাগানও ছিল। পরে বনায়ন অভিযানের জন্য সেটিও এখন ভেঙে ফেলা হচ্ছে।
সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, দখলদাররা বেশিরভাগই বাংলাভাষী মুসলিম সম্প্রদায়ের। ঘটনাস্থল পরিদর্শন করে অল আসাম মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়নের সাধারণ সম্পাদক কুদ্দুস আলী সরকার অভিযোগ করেছেন যে, হিমন্ত বিশ্ব শর্মা সরকার ‘অমানবিকভাবে’মানুষকে উচ্ছেদ করছে।
জেড নিউজ, ঢাকা।