আওয়ামী আমলে দেশের অন্যান্য খাতের মতো রেল খাতেও হয়েছে লুটপাট। বিশেষ করে উন্নয়ন কাজের নামে একটি কোম্পানীকে দিয়েই হাজার হাজার কোটি টাকা লুটেছেন পতিত আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।
সূত্র জানিয়েছে, হাসিনার সাড়ে ১৫ বছরে রেল এবং সড়কের প্রায় ৩ লাখ কোটি টাকার কাজ হয়েছে। যার প্রায় সিংহভাগই পায় তমা কনস্ট্রাকশন ও তমা ম্যাক্স। এ দুটি প্রতিষ্ঠান রেলের প্রায় ৮০ ভাগ এবং সড়কের প্রায় ২৫ শতাংশ কাজ বাগিয়ে নেয় আজমের সহায়তায়।
সোমবার প্রকাশিত একটি দৈনিকের খবরে বলা হয়, ভাগবাঁটোয়ারা করে এসব টেন্ডার গ্রহণ করেছে কোম্পানী দুটো। টেন্ডারে প্রাক্কলিত মূল্য বারবার বাড়ানোর পাশাপাশি অনেক প্রকল্পে কাজ শেষ না করেও অর্থ লুটেছে এই সিন্ডিকেট।সে সময় এই সিন্ডিকেটের বিরুদ্ধে কেউ মুখ না খুললেও চব্বিশে আওয়ামী লীগের পতনের পর লুটপাটের এই বিষয়টি সামনে আসছে।
এদিকে গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হলেও তাদের কাছ থেকে সুবিধা নেওয়া কোম্পানীগুলো এখনো বহাল তবিয়তে থাকায় ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই। আর্থিক খাতের এই মাফিয়াদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা না নিলে দুর্নীতির শেকড় উপড়ানো সম্ভব হবে না বলে মনে করছেন তারা।
জেড নিউজ,ঢাকা।