Thursday, September 11, 2025
More
    Homeসংবাদদাপুটে জয়ে ওয়ানডে সিরিজ শুরু পাকিস্তানের

    দাপুটে জয়ে ওয়ানডে সিরিজ শুরু পাকিস্তানের

    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত শুরু করল পাকিস্তান। তারোউবার ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে স্বাগতিকদের ৫ উইকেটে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে মোহাম্মদ রিজওয়ানের দল।

    পাকিস্তান অধিনায়ক রিজওয়ান ও অভিষেক ম্যাচে খেলতে নামা হাসান নওয়াজের ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ হাফ-সেঞ্চুরি। বাবর আজম ও হুসেইন তালাতও জয়ের পথে প্রয়োজনীয় অবদান রাখেন।

    এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ২৮০ রান তোলে। এভিন লুইস, অধিনায়ক শাই হোপ ও রোস্টন চেজ প্রত্যেকে করেন হাফ-সেঞ্চুরি।

    ২৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩য় ওভারেই সাইম আইয়ুব ৫ রানে আউট হন, পাকিস্তানের স্কোরবোর্ডে তখন ১৬-১। এরপর বাবর আজমের সঙ্গে ৪৭ রানের জুটি গড়েন আব্দুল্লাহ শফিক (৩৩ বলে ২৯, ৩ চার, ১ ছক্কা)। শফিক ফিরলে ৬৩-২ হয় স্কোর।

    বাবর ও রিজওয়ান তৃতীয় উইকেটে যোগ করেন ৫৫ রান। বাবর ফিফটির পথে এগোলেও ৪৭ রানে গুডাকেশ মোতির বলে স্টাম্পড হয়ে ফেরেন (৬৪ বলে ৫ চার, ১ ছক্কা)।

    ২৩ রানে ফেরেন সালমান আলি আঘা, তবে রিজওয়ান ও হাসান মিলে ইনিংস সামাল দেন। রিজওয়ান ৬৯ বলে ৫৩ (৪ চার) রান করে শামার জোসেফের শিকার হন, তখন পাকিস্তানের স্কোর ১৮০-৫ (৩৭.২ ওভার)।

    সেখান থেকে হাসান ও তালাতের শতরান জুটি জয়ের পথ তৈরি করে দেয়। জীবন পাওয়া হাসান ৫৪ বলে ৬৩* (৪ চার, ৩ ছক্কা) এবং তালাত ৩৭ বলে ৪১* (৪ চার, ১ ছক্কা) করে দলকে ৪৮.৫ ওভারে জয় এনে দেন।

    এর আগে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই ব্র্যান্ডন কিংকে (৪) শাহিন আফ্রিদির বলে হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর লুইস ও কেসি কার্টি গড়েন ৫০ রানের জুটি। লুইস ৬০ (৬২ বলে, ৫ চার, ৩ ছক্কা) করে সাইম আইয়ুবের শিকার হন। অধিনায়ক হোপ ৭৭ বলে ৫৫ রান করেন এবং চেজের সঙ্গে ৬৪ রানের জুটি গড়েন।

    চেজ ৫৪ বলে ৫৩ করে নাসিম শাহর বলে আউট হন। শেষ দিকে গুডাকেশ মোতির ১৮ বলে ৩১ রানের ঝড়ো ইনিংসে (৩ চার, ২ ছক্কা) ভর করে ৪৯ ওভারে অলআউট হওয়ার আগে দলীয় সংগ্রহ দাঁড়ায় ২৮০।

    শাহিন আফ্রিদি ৮ ওভারে ৫১ রান দিয়ে ৪ উইকেট নেন। নাসিম শাহ পান ৩ উইকেট। আইয়ুব, সুফিয়ান মুকিম ও সালমান আলি আঘা নেন একটি করে উইকেট।

    রোববার সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

    সর্বশেষ

    সেন্টমার্টিন উপকূল থেকে পাঁচ ট্রলারসহ ৪০ জেলে ধরে নিয়ে...

    সেন্টমার্টিন উপকূল থেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি...

    লাইফ সাপোর্টে ফরিদা পারভীন

    দেশবরেণ্য লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। শারীরিক...

    জামালদের ফেরাতে নেপালে গেল বিমান বাহিনীর উড়োজাহাজ

    নেপালে আটকে পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে ফেরাতে নেপালে...

    নেপাল সীমান্ত লাগোয়া অঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে ভারত

    নেপালের উত্তপ্ত পরিস্থিতির কথা মাথায় রেখে ইতোমধ্যে সে দেশের...

    আরও সংবাদ

    সেন্টমার্টিন উপকূল থেকে পাঁচ ট্রলারসহ ৪০ জেলে ধরে নিয়ে...

    সেন্টমার্টিন উপকূল থেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি...

    লাইফ সাপোর্টে ফরিদা পারভীন

    দেশবরেণ্য লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। শারীরিক...

    জামালদের ফেরাতে নেপালে গেল বিমান বাহিনীর উড়োজাহাজ

    নেপালে আটকে পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে ফেরাতে নেপালে...