আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করে রোহিঙ্গাসহ বাংলাভাষীদের অবৈধভাবে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
শুক্রবার নওগাঁর সাপাহার ও ধামইরহাট সীমান্ত দিয়ে ১৮ জন এবং মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে ৮ জনসহ মোট ২৬ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ। এদের মধ্যে রোহিঙ্গা, নারী, পুরুষ ও শিশু রয়েছে।
সীমান্ত সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে নওগাঁর সাপাহার ও ধামইরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ পুশইন করে দেওয়া নারী ও শিশুসহ ১৮ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
বিজিবির ভাষ্য অনুযায়ী, তারা চার থেকে পাঁচ বছর আগে অবৈধভাবে ভারতের মুম্বাইয়ে গিয়ে গৃহকর্মীর কাজ করছিলেন। সম্প্রতি মুম্বাই পুলিশ তাদের আটক করে ‘চেকব্যাক’প্রক্রিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গের ছত্রাহাটি বিএসএফ ক্যাম্পে পাঠায়। পরে রাতে সীমান্ত গেট দিয়ে বাংলাদেশের ভেতরে পুশইন করা হয়।
একই দিনে মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ চার রোহিঙ্গা এবং চার বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ। টহলরত বিজিবি সদস্যরা এদের দেখতে পেয়ে আটক করে।
আটককৃতরা জানায়, কয়েক বছর আগে চার রোহিঙ্গা কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। আটক চার বাংলাদেশিও সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে শুক্রবার ভোরে বিএসএফ তাদের বড়লেখার পানপুঞ্জি সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেয়।
জেড নিউজ , ঢাকা ।