ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ট্রেন তাহলে সত্যি সত্যিই প্লাটফর্ম থেকে যাত্রা শুরু করলো। গন্তব্য ছাব্বিশের মাঝ ফেব্রুয়ারি। অর্থাৎ রোজার আগেই। নির্বাচন আয়োজনের জন্য প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নির্বাচন কমিশনে চিঠি দেওয়ার পর এ নিয়ে আর কোনো সংশয়ই আর থাকলো না বলে অনেকে মনে করছেন।
বুধবার প্রধান নির্বাচন কমিশনার বরাবর পাঠানো ওই চিঠিতে উল্লিখিত সময়ে প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।
এর আগে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রধান উপদেষ্টা ড. প্রফেসর মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেয়া ভাষণে উল্লেখিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের কথা বলেন। এরপর দিনই কমিশনে চিঠি পাঠালো প্রধান উপদেষ্টার কার্যালয়।
এদিকে প্রধান উপদেষ্টা ঘোষিত সময়কে নির্বাচনী ডেটলাইন ধরে নিয়েই রাজনৈতিক কর্মকান্ড শুরু করেছে দলগুলো। আসনভিত্তিক সমীক্ষা থেকে শুরু করে দলীয় নেতাকর্মীদের প্রস্তুত করছে বিএনপি-জামায়াতে ইসলামীসহ অন্যান্য দলগুলো।
জেড নিউজ,ঢাকা।