গত ৪৮ ঘন্টায় দুই দফায় দেশের তিন সীমান্ত দিয়ে মোট ২৬ জনকে পুশইন করে ভারত। এরমধ্যে, পঞ্চগড় সদর উপজেলার ঘাগড়া ও তেতুলিয়া উপজেলার ভজনপুর দিয়ে ১৭ জনকে পুশইন করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় তাদের সন্দেহজনকভাবে ঘুরতে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি তাদের উদ্ধার করে সদর থানায় নিয়ে আসে।
এছাড়া, তেতুলিযার বাংলাবান্ধা সীমান্ত দিয়ে ৯ জনকে পুশইন করেছে বিএসএফ। পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম এবং পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লাহ হিল জামান পুশইনের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, গত দুইদিনে মোট ৩২ জন বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। এরমধ্যে, মুজিবনগর সীমান্ত দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে ১৭ বাংলাদেশিকে বিজিবির হাতে হস্তান্তর করেছে বিএসএফ। মুজিবনগর সীমান্তের ১০৫ নম্বর পিলারের কাছে তাদের হস্তান্তর করা হয়। এছাড়া চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে হস্তান্তর করা হয় ১৫ জনকে।
জেড নিউজ, ঢাকা।