আর মাত্র কয়েক মাস বাকি। তার পরেই হিন্দু সম্প্রদায়ের মানুষদের সব থেকে বড় উৎসব দুর্গাপূজা। আর বাঙালির দুর্গাপূজা মানেই নতুন জামা-কাপড়, ঘুরতে যাওয়া সঙ্গে আড্ডা ও খাওয়া-দাওয়া। আর মাছে ভাতে বাঙালির ইলিশ মাছ ছাড়া খাওয়া দাওয়া ভাবাই যায় না। আর ইলিশ বলতেই ওপার বাংলার পদ্মার সুস্বাদু ইলিশ।
আর তাই আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চেয়ে বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠিয়ে আবেদন করেছে কলকাতার ফিস ইমপোর্ট অ্যাসোসিয়েশন। মঙ্গলবার সংগঠনটির পক্ষ থেকে এই চিঠি পাঠানো হয় বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে।
চিঠিতে বলা হয়েছে, দুর্গাপূজা শুরু হওয়ার আগেই যেন বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়। পাশাপাশি রপ্তানির জন্য নির্ধারিত সময়সীমা তুলে নেওয়ারও অনুরোধ জানানো হয়েছে।
ভারতের ফিস ইমপোর্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক বলেন, গত বছর বাংলাদেশ সরকার ২,৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিলেও তারা মাত্র ৫৭৭ মেট্রিক টন ইলিশ আমদানি করতে পেরেছিলেন। কারণ নির্ধারিত ৩০ থেকে ৪৫ দিনের সময়সীমা যথেষ্ট নয়। এবার যেন সময়সীমা ছাড়া রপ্তানির সুযোগ দেওয়া হয়, সেই অনুরোধই করেন তিনি।
এ বিষয়ে হাওড়ার ফিস ইমপোর্টারস অ্যাসোসিয়েশনের সম্পাদক আনোয়ার মাকসুদ বলেন, প্রতিবছর আমরা বাংলাদেশ সরকারের কাছে আবেদন করি। এবারও করেছি। যেহেতু এই বছর দুর্গাপূজা সেপ্টেম্বরেই, তাই আগেভাগেই মাছের ব্যবস্থা করা দরকার।
তবে যদি বাংলাদেশ ইলিশ রপ্তানির অনুমতি না দেয়, সে ক্ষেত্রে ভারতীয় বাজারের চাহিদা পূরণে পশ্চিমবঙ্গ, গুজরাট এবং মিয়ানমারের মাছের ওপর নির্ভর করতে হবে বলেই জানিয়েছেন সংশ্লিষ্টরা ।
জেড নিউজ , ঢাকা ।