আগস্ট ঘিরে ভয়ঙ্কর নাশকতা পরিকল্পনা করছে পতিত আওয়ামী লীগ। পরিকল্পনা আসছে নয়া দিল্লি থেকে। দিচ্ছেন চব্বিশের গণহত্যাকারী শেখ হাসিনা। তার নির্দেশ ও নির্দেশনায় দেশ-বিদেশে পালিয়ে থাকা মুজিববাদী সন্ত্রাসীরা এসব পরিকল্পনা বাস্তবায়নে ফন্দিফিকিরে ব্যস্ত। নাশকতায় তারা ব্যবহার করতে চায় আওয়ামী আমলা ও পুলিশে ঘাপটি মেরে থাকা দোসরদের।
নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে সোমবার প্রকাশিত একটি জাতীয় দৈনিক বলছে, গণঅভ্যুত্থানের এক বছর পূর্ণ হচ্ছে আগামী ৫ আগস্ট। সেদিন দেশ দখলের স্বপ্ন দেখছে আওয়ামী লীগ। অস্থিরতা তৈরি করতে ঢাকা ও দিল্লিতে চলছে প্রশিক্ষণ কার্যক্রম। ইতোমধ্যে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় চার শতাধিক আওয়ামী ক্যাডারকে কর্মশালার নামে ট্রেনিং দেওয়া হয়েছে।
এছাড়া গোপালগঞ্জকে সন্ত্রাসীদের অভয়াশ্রম ধরে সেখানে প্রস্তুত করা হচ্ছে প্রশিক্ষণের ক্ষেত্র। দেশের বাইরেও পুরোদমে কার্যক্রম চালাচ্ছে আওয়ামী ক্যাডাররা। ভারতের বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলোয় জড়ো হচ্ছে পলাতক ও গা-ঢাকা দেওয়া ফ্যাসিবাদীরা। তারা নাশকতার বিভিন্ন উপায় ও হামলার কৌশল আয়ত্ত করছে।আওয়ামী লীগ আগস্টকে আবেগের অস্ত্র বানাতে চায় জানিয়ে সূত্রগুলো বলছে, এ মাসকে ঘিরে নেতাকর্মীদের নতুন করে শোকের আবহে সংঘবদ্ধ করতে চায় ফ্যাসিবাদী দলটি। ক্যাডারদের প্রশিক্ষণ দিয়ে আন্দোলনের নামে সরকারের বিরুদ্ধে হানতে চায় চূড়ান্ত আঘাত।
তবে যে কোনো ধরণের নাশকতা প্রতিরোধে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো প্রস্তুত রয়েছে বলে জানা গেছে।
জেড নিউজ, ঢাকা।